এই মুহূর্তে জেলা

পুলিশকে মারতে যাওয়াই সায়ন্তনের স্টাইল , পাল্টা কল্যানকে পাগলের ডাক্তার দেখানোর আর্জি সায়ন্তনের।

হুগলি , ২১ জুন:- গৃহসম্পর্ক অভিযানে এসে প্রবল বিক্ষোভের মুখে পরলেন সায়ন্তন বসু। রিষড়ার ১৭ নং ওয়ার্ড ব্রম্ভানন্দ স্কুলের পাশে গৃহসম্পর্ক অভিযানে আসেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। শান্ত এলাকাকে অশান্ত করছে বিজেপি এই অভিযোগে গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করে তৃণমূল, পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। চরম উত্তেজনা সৃষ্টি হয়। রিষড়া থানার পুলিশ সায়ন্তন বসুকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন সায়ন্তন যেখানেই যায় সেখানেই মানুষকে উত্তেজিত করে ।

এটা সায়ন্তনের একটা স্বভাব। যেখানেই যায় সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশকে মারতে যায় এটাই ওর রাজনীতি স্টাইল । আমরা তা সহ্য করব কেন এই ধরণের অসভ্যতা। আর বিজেপি নেতারা ঘুরে বেড়াচ্ছে তাদের তো কেউ কিছু করেনা । কংগ্রেস নেতারা সিপিএম নেতারা তারাও তো রয়েছেন তাদের তো কেউ কিছু বলে না । ওকে বলে কেন ? আসল কথা ওর যেমন রূপ তেমনি গুন। পাশাপাশি সায়ন্তন বসু সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় প্রসঙ্গে বলেন তিনি মানসিক ভাবে ঠিক হোক , দিল্লিতে ডাক্তার দেখান। এমন অবস্থা করে দিল্লিতে নামতে পারবেন না ,প্লেনেই ঘুরে বেড়াতে হবে।