এই মুহূর্তে জেলা

শহীদ রাজেশ ওঁরাও এর বাড়িতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।


বীরভূম , ১৮ জুন:- লাধাখে চীনের আক্রমণে নিহত শহীদ রাজেশ ওঁরাও এর বাড়িতে এসে সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন শহীদের জীবন বলিদান কখনো ব্যর্থ হবে না। এদিন মোহাম্মদ বাজারে সংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ সৌমিত্র খাঁ তাদের বাড়িতে যান । পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন চীন যেভাবে আমাদের দেশ আক্রমণ করেছে এবং দেশের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষার্থে যে সব বীর জওয়ান প্রাণ দিলেন তাদের পাশে সারা দেশ আছে। তাদের আত্ম বলিদান কখনো বৃথা যাবেনা। সংসদ লকেট চট্টোপাধ্যায় জানান দেশের এই সংকটময় মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বাসীদের জওয়ানদের পাশে দাঁড়াতে হবে।

এটা রাজনীতি করার সময় নয় ।সোমবার রাতে লাদাখ সীমান্তে ভারত চীনের মধ্যে সংঘর্ষে আমাদের সেনাবাহিনীর কুড়িজন সেনানীর মৃত্যু হয় ।এদের মধ্যে আমাদের রাজ্যের দুই সুসন্তান রয়েছেন । এদের একজন রাজেশ ওরাও বীরভূমের মোহাম্মদ বাজারের বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আবেদন করেছেন এই বীর শহীদদের স্মৃতিতে রাজ্য সরকার যেন তার নামে একটি স্কুল অথবা একটি রাস্তার নামকরণ করে। এদিন লকেট এবং সৌমিত্র দুজনই তাদের বাড়িতে গিয়ে শহীদ রাজেশের মা বোন এবং অন্যান্য পরিজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান ।পাশাপাশি তাদের সঙ্গে যে তারা সর্বতোভাবে আছেন তা জানিয়ে দেন।