চিরঞ্জিত ঘোষ , ১৮ জুন:- হুগলির চন্ডীতলা বরিজহাটি গ্রাম পঞ্চায়েতের খানপুর মাঝেরপাড়ার একটি ড্রেন কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ব্যাপক ক্ষোভ। অভিযোগ আজ থেকে ২৫ থেকে ৩০ বছর আগে বাম আমল থেকে এই সমস্যাটা রয়ে গেছে, নিকাশি ব্যবস্থা না থাকার জন্য প্রতি বছর বৃষ্টির জল ওভারফ্লো হয়ে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে । গ্রামের মানুষের বক্তব্য বর্ষা মরসুম শুরু হয়ে গেছে যেভাবে অসুখ বিসুখ বাড়ছে এবং জমা জলের কারণে মশার উপদ্রব ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে , অথচ এই জল মাড়িয়ে আমাদের গ্রামবাসীদের প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে।
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা স্কুল-কলেজের যাচ্ছে জমা জল মাড়িয়ে। এ ব্যাপারে আমরা ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সবাইকেই বলেছি কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না । এমনকি দিদিকে বল যে কর্মসূচি হয়েছিল তাতে দিদিকে বল ফোন নাম্বারে ফোন করার পর ওখান থেকে আমাদের বলা হয়েছিল যে আপনাদের বিষয়টা আমরা জানিয়েছি ।এবং সেখান থেকেও লোক এসেছিল দেখেছেন কিন্তু আজ অব্দি কিছুই হয়নি যার ফলে দিনের-পর-দিন এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে এবং চরম নাকালের মধ্যে পড়তে হচ্ছে।