এই মুহূর্তে খেলাধুলা

ব্রাজিলের সঙ্গে ভারতের তুলনা টানলেন মহারাজ ! কিন্তু কেন ?


স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- বিশ্বকাপ কম জিতলেও ধারাবাহিকতার নিরিখে পয়লা নম্বর স্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি ক্রিকেটার উপহার দিয়ে চলেছে এমনটাই দাবি করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, পেলে-রাজ শেষ হওয়ার পর জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমাররা ব্রাজিলকে ধারাবাহিক ভাবে আলোকিত করে গিয়েছেন বা করে চলেছেন। ভারতীয় ক্রিকেট দলেও সুনীল গাভাসকরের পর শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পারফরম্যান্স করে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ফুটবলে যেমন ব্রাজিল ,

ক্রিকেটে তেমন ভারত। যদিও ব্রাজিল পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে। এমন রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবল খেলিয়ে দেশের নেই। আর দুইবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তবে মহারাজের কথায়,ভারতের মতো ক্রিকেট নিয়ে মাতামাতি বিশ্বের অন্য কোনও প্রান্তে দেখা যায় না। বিসিসিআই সভাপতির কথায়, সকালে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা কিংবা দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিগুলিতে গেলে বোঝা যায়, কত সংখ্যক তরুণ ক্রিকেটার অনুশীলনে মগ্ন। যা ভারতীয় ক্রিকেটের পরম্পরাকে ধরে রেখেছে। টিম ইন্ডিয়া বরাবরই দুর্দান্ত দল ছিল এবং আগামী দিনেও সেই সুনাম বজায় থাকবে বলে দাবি বিসিসিআই সভাপতির।