এই মুহূর্তে জেলা

মাস্ক না পরলে , সোস্যাল ডিসট্যান্স বজায় না রাখলেই বাজার থেকে ক্রেতাদের বাড়ি পাঠাচ্ছে পুলিশ।

হাওড়া, ৯ জুন:- রাজ্যে কন্টেনমেন্ট জোন এলাকায় লকডাউন ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই নির্দেশ আসার পর ফের সক্রিয় হল প্রশাসন। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে আরও কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে হাওড়ায় পথে নামল পুলিশ। নজরদারি বাড়ানো হল বাজারগুলিতেও। হাওড়ায় দোকান বাজার খোলার পর ফের সেখানে ক্রেতাদের ভীড় দেখা যাচ্ছে। অভিযোগ অনেকেই এখনও সোস্যাল ডিসট্যান্স মানছেন না।

মাস্ক ব্যবহার করছেন না। এই অভিযোগ আসতেই আজ মঙ্গলবার সকালে হাওড়ায় পুলিশের তৎপরতা শুরু হয়। এদিন মধ্য হাওড়ার কালিবাবুর বাজারে নতুন করে পুলিশের অভিযান হয়। মাস্ক না থাকলে তাদের বাড়ি ফিরিয়ে দেয় পুলিশ। সোস্যাল ডিসটেন্স যাতে বজায় থাকে তা দেখতেও নজরদারি চলছে পুলিশের। হাওড়ায় দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। তাই নতুন করে পুলিশ বাজারগুলিতে নজরদারি শুরু করল।