হাওড়া, ৯ জুন:- পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র তৃণমূল-বিজেপি সংঘর্ষে গত বৃহস্পতিবার ৪ জুন রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বালি থানা এলাকা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় বালির বিজেপি ১ নম্বর মন্ডল সভাপতি রাজা গোস্বামীকে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ। রাজা গোস্বামী সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। অন্য দু’জন হলেন সৌভিক দাস ও কৌশিক দাস। এদের সকলেরই এফআইআরে নাম ছিল।আজ মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। ভোটবাগান অঞ্চল থেকে বালি থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই তাঁকে খোঁজা হচ্ছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার ঘটনার দিন রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে র্যাফ নামানো হয়।
বালি নবীন সংঘ মাঠের সামনে ডক্টর পি এন ঘোষ রোডে একটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ওইদিন ঘটনার সূত্রপাত হয়। ঘটনার মীমাংসা করতে এসে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দলের কর্মীরা। উত্তরপাড়া থেকে বহিরাগতরা এসে হামলা চালায় বলেও অভিযোগ ওঠে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় তাদের দলীয় এক সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ জানায় জানায় বিজেপি। তৃণমূল পাল্টা অভিযোগ তোলে তারা মীমাংসা করতে এলে বিজেপির দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। থানার উভয়পক্ষই অভিযোগ জানায়। ওইদিন রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। র্যাফ নামানো হয়। ঘটনার দিন রাতেই কয়েকজনকে আটক করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত উভয়পক্ষের মোট ১৪ জনকে গ্রেফতার করা হল।