নদিয়া ৭ জুন:- আবারো গোষ্ঠী কোন্দল শাসকদলের। ব্যাপক বোমাবাজি। চলল বাড়িঘর ভাঙচুর। ব্যাপক উত্তেজনা এলাকায়। নদীয়া শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা। সূত্রের খবর,আরফান ঝরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নতুন করে ঘর তৈরীর জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার। অভিযোগ, সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে শাসকদলের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আত্মসাৎ করেছে যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরেই চাপা উত্তেজনা চলছিল। অভিযোগ গতকাল গভীর রাতে,নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার যুবনেতা শুভঙ্কর মুখার্জি নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। তৃণমূলের অপর এক গোষ্ঠী পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধোর করে। অভিযোগ, এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরা ও পাল্টা হামলা চালায়। কয়েকজনের ঘর ভাঙচুর করে। সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি। অভিযোগ দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যদিও ঘটনার সম্পর্কে উভঢয় গোষ্ঠী অস্বীকার করেছে। উভয় পক্ষই পাল্টা অভিযোগের কথা দাবি করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও এলাকাজুড়ে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে।
Related Articles
পূর্ব রেলের প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে কালাদিবস পালন হাওড়ায়।
হাওড়া, ২৯ মে:- ইস্টার্ন রেলওয়ে প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ২৯শে মে সোমবার কালা দিবস পালন করলেন ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অ্যান্টি লেবার পলিসি প্রয়োগ করার চেষ্টা করছে। শুধু প্রিন্টিং এর ক্ষেত্রেই নয় ইন্ডিয়ান রেলের সব ডিপার্টমেন্টেই একইভাবে তারা পলিসিগতভাবে সবকিছু বন্ধ করতে চাইছে। এরই প্রতিবাদে আমরা আজ […]
জগাছায় বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৭ মার্চ:- হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ‘বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো। মীরজাফর হটাও দেশ বাঁচাও। হাওড়া পুরসভার ৪৭ নম্বর […]
কোন্নগরে কল্যাণের প্রচারে কাঞ্চন, এড়িয়ে গেলেন বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন।
হুগলি, ১৫ মার্চ:- উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগরে এসে শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখে প্রচার করলেন। কাঞ্চন বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করেছেন এবার বাউন্ডারি পার করবেন।হুগলিতেও তার সহকর্মী রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন আর শুধু সাংসদ নন তিনি অভিভাবক হয়ে গেছেন। আর রচনা তার জনপ্রিয় টিভি শোয়ের মাধ্যমে যে জনপ্রিয়তা পেয়েছেন যে […]