নদিয়া ৭ জুন:- আবারো গোষ্ঠী কোন্দল শাসকদলের। ব্যাপক বোমাবাজি। চলল বাড়িঘর ভাঙচুর। ব্যাপক উত্তেজনা এলাকায়। নদীয়া শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা। সূত্রের খবর,আরফান ঝরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নতুন করে ঘর তৈরীর জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার। অভিযোগ, সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে শাসকদলের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আত্মসাৎ করেছে যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরেই চাপা উত্তেজনা চলছিল। অভিযোগ গতকাল গভীর রাতে,নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার যুবনেতা শুভঙ্কর মুখার্জি নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। তৃণমূলের অপর এক গোষ্ঠী পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধোর করে। অভিযোগ, এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরা ও পাল্টা হামলা চালায়। কয়েকজনের ঘর ভাঙচুর করে। সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি। অভিযোগ দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যদিও ঘটনার সম্পর্কে উভঢয় গোষ্ঠী অস্বীকার করেছে। উভয় পক্ষই পাল্টা অভিযোগের কথা দাবি করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও এলাকাজুড়ে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে।
Related Articles
দশ হাজার টাকায় এক মাসের শিশুকে বিক্রী করে ধৃত মা।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- কোন্নগর অরবিন্দ পল্লী এলাকার রাখী দত্ত নিজের এক মাসের পুত্র সন্তান কে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। রাখি দত্ত বলেন আমার স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত সংসার চালাতে পারছিলাম না।এখন স্বামী ছেড়ে চলে গেছে চারটে বাচ্চা মানুষ করতে পারছিলাম না। তাই পাশের বাড়ির ঝুমা মন্ডল কে বলি ও তখন […]
পরবর্তী মোহনবাগান সভাপতি কি সুব্রত মুখোপাধ্যায় ?
অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ ডিসেম্বর:- পরবর্তী বাগান সভাপতি সুব্রত মুখোপাধ্যায় । শুন্য স্থান তৈরী হয়েছে মোহনবাগান সভাপতি গীতা নাথ গঙ্গোপাধ্যায় এর মৃত্যু পর। এবার প্রশ্ন কে পরবর্তী বাগান সভাপতি। সূত্রের খবর রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বসবেন সেই কুর্সিতে। বাগান কর্তারা তেমন ই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সচিব টুটু বসু দুবাই থেকে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চুনি […]
নবনির্মিত কোচবিহার বিমানবন্দরের দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার নবনির্মিত কোচবিহার বিমানবন্দরে দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে উদ্যোগী হয়েছে। ওই বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন […]







