হাওড়া, ৫ জুন:- শুক্রবার সকালে হাওড়ার বালিহল্ট থেকে বালিঘাটের দিকে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় চার কমরার বিশেষ কোভিড ট্রেনের ধাক্কায় প্রায় ৩০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু হয় মা ও মেয়ের। মর্মান্তিক এই দুর্ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালির পঞ্চাননতলা মাতৃকুটির এলাকায়। জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ বাগুইআটির বাসিন্দা পম্পা সিংহ (৪২) তাঁর মেয়ে প্রিয়াঙ্কা সিংহ (১২) ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ডানকুনি-শিয়ালদহ বিভাগের বালিহল্ট স্টেশনের দিক থেকে বালিঘাট স্টেশনের দিকে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। আচমকাই ওই লাইনে সামনে থেকে চলে আসে চার কামরার কোভিড ট্রেন।
ট্রেন দেখে ছোট ছেলেটি তৎক্ষনাৎ লাফ দিয়ে লাইন থেকে সরে গেলেও মা ও মেয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যান প্রায় ৩০ ফুট নিচে। ওই জায়গায় ট্রেন লাইনের নিচ দিয়েই যাচ্ছে বালি স্টেশন যাওয়ার রাস্তা৷ পদ্মবাবু রোডের বর্ধিত অংশটি হপ্তাবাজার হয়ে বালি স্টেশনের দক্ষিণ দিকের টিকিট কাউন্টারে যাচ্ছে। উপর দিয়ে শিয়ালদহ লাইনের ট্রেন লাইন চলে গিয়েছে। পূর্বে বালিঘাট ও পশ্চিমে বালিহল্ট। কেন ও কি উদ্দেশ্যে মা দুই সন্তান কে নিয়ে ওই লাইন ধরেই হেঁটে যাচ্ছিলেন তা অবশ্য জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।