হাওড়া,২ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে এক যুবক গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।এদিন ওই ঘটনার তদন্তে নেমে বালি থানার পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর থেকে একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র উদ্ধার হয়। সেই কাগজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে বরানগরের কেবি সরণির বাসিন্দা ওই যুবক। নাম রয়েছে কিঞ্জল কুশারী। তবে ফোন বা ব্যাগটি ওই যুবকের কিনা তা এখনো সঠিকভাবে পুলিশ জানতে পারেনি।
তদন্ত চলছে। মোবাইল সূত্রে পাওয়া ঠিকানা অনুযায়ী বরানগরের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। এদিন দুপুরে ঘটনার পর গঙ্গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত ওই যুবকের দেহ উদ্ধার হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি ব্রিজের তিন নম্বর পিলারের সামনে থেকে আচমকাই জলে মরণঝাঁপ দেন। যুবকের আসল পরিচয় বা কি কারণে এই ঘটনা বালি থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে যুবক ইঞ্জিনিয়ারিং ছাত্র কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।