নদিয়া, ২ জুন:- নদিয়ার শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সীতানাথ গোস্বামী লেনে অবস্থিত দুর্গামনি গার্লস প্রাথমিক এবং হাইস্কুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি। যদিও এখনও কোন পরিযায়ী শ্রমিক এসে পৌঁছায়নি, তবুও এলাকাবাসী আতঙ্কিত হচ্ছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে কেনো ? প্রায় প্রতিটা ওয়ার্ডে তিন-চারটে করে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেগুলি পরিপূর্ণ হলে তারপরই না হয় চিন্তাভাবনা করা যেতো।এই বিদ্যালয়টি চারিপাশে গায়ে গা লাগানো বাড়ি ঘর রয়েছে,
অন্যান্য বিদ্যালয়ের স্কুলের মাঠ বা অনেকটা ফাঁকা জায়গা থাকে এক্ষেত্রে শুধুমাত্র স্কুল বিল্ডিং ব্যতীত কোনো জায়গা নেই বললেই চলে। এই এলাকার যারা বাইরে থেকে ফিরবেন তাদের অন্যত্র পাঠানোর কোন মানে হয়না, তাদের জন্যই নয়তো সংরক্ষিত হোক। গতকালই এ বিষয়ে পৌর পরিষদে জানানো হয় বিষয়টি দেখছি দেখছি বলা হয় সেখান থেকে। ঘরের মহিলা পুরুষ সকলে উদ্যত হয়ে বিদ্যালয়ের সামনে একটি বাঁশ বেঁধে দেয়, এবং পোস্টার লাগানো হয় আপাতত এই কোয়ারেন্টাইন সেন্টারে বহিরাগতদের না রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে। বিষয়টা নিয়ে চাঞ্চল্য রয়েছে এলাকায়।