এই মুহূর্তে জেলা

বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ল।

হুগলি, ৩১ মে:- জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ক্ষেত্রে এখনও কর্মরত রয়েছেন বিহার উত্তরপ্রদেশের বহু পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে স্বাভাবিক কারণেই তাঁরা সমস্যায় পড়ে ছিলেন।বাংলা থেকে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ল। সরকারি উদ্যোগে রবিবার বিকেলে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। এই প্রথম এরাজ্যে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রওনা হয় বিহারের মুজাফফর পুর। এদিন সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ, ব্যান্ডেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে মাত্র ২১৩ জন যাত্রী নিয়ে বিহার রওনা হয় ১৯ কামরার শ্রমিক স্পেশাল। ট্রেনের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। রেলপুলিশ সূত্রে জানা গেছে বর্ধমান এবং আসানসোল থেকে কিছু যাত্রী ট্রেনে ওঠার কথা রয়েছে, তবে ওঠার সম্ভবনা খুবই কম। জানাগেছে ব্যান্ডেল থেকে মুজাফফরপুর পর্যন্ত টিকিট কাটা হয়েছিল ১৫২০ জন যাত্রীর।

রেল সূত্রে জানা গেছে, ৩৪৫ টাকা করে ১৫২০ জনের টিকিট কাটা হয়েছিল। ভাড়া বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা এদিন সকালেই রেলকে মিটিয়েছে বিহার সরকার। তার পরেই হুগলি জেলা প্রশাসনের তরফে পরিযায়ী দের ফেরানোর যাবতীয় ব্যবস্থা করা হয়। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি সকলের হাতেই খাবারের প্যাকেট এবং জলের বোতল তুলে দেওয়া হয়। একইসঙ্গে হাতে তুলে দেওয়া হয় ট্রেনের টিকিট। ট। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন এবং পুলিশ আধিকারিকেরা। লকডাউনের শুরুতে অনেকেই যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও যাওয়ার সময় এদিন তাঁরা কেউই আর যেতে রাজি হননি। ধীরে ধীরে কাজও শুরু হয়েছে তাই তারা এই মুহূর্তে ফিরে যাওয়ার কথা ভাবছে না।