এই মুহূর্তে জেলা

লকডাউনের মধ্যে পরপর দুটি মন্দিরে চুরি , চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়।

সুদীপ দাস , ২৬ মে:- লকডাউনের মধ্যে পরপর দুটি মন্দিরে চুরি ও একটি মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়। এদিন সবথেকে বড় ঘটনাটি ঘটে পুরাতন কাপাসডাঙ্গার শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে। নবনির্মিত এই নাট মন্দিরের সুবিশাল কোলাপসিবল গেটের তিন-তিনটি তালা ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। সেখানে মায়ের শরীরের যাবতীয় সোনার গহনা সহ প্রায় ২০হাজার টাকা ভর্তি প্রনামি বাক্স নিয়ে চম্পট দিলো দুঃষ্কৃতিরা। সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যদিকে এই মন্দিরের অদূরেই ২নম্বর কাপাসডাঙ্গা শীতলা মায়ের মন্দিরের তালা ভেঙে মায়ের রূপোর মুকুট সহ কয়েকটি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা। সবমিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ২৫হাজার টাকা। দুটি ঘটনাতেই চুঁচুড়া থানায় ফোনে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে ১নম্বর কাপাসডাঙ্গার কামারশালা এলাকায় একটি শনি মন্দিরের চুরি করতে গিয়েও বিফল হয় চোরেরা বলে খবর। এলাকাবাসী ও পুলিশের অনুমান সবকটি ঘটনা একটি চোরের দলই চালিয়েছে।

There is no slider selected or the slider was deleted.