এই মুহূর্তে জেলা

শতাধিক মুসলিম পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো চুঁচুড়া শহর তৃণমূল এস.সি, এস.এসটি, ওবিসি মোর্চার সভানেত্রী।

সুদীপ দাস,২৪ মে:- লকডাউন ও আমফুনের দাপটের পরও যেন ঘরে বসে ঈদ উৎসব মাটি না হয় তাই এলাকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ালো হুগলি-চুঁচুড়া শহর তৃণমূল এস.সি, এস.এস টি, ও বিসি মোর্চার সভানেত্রী অনিন্দিতা মন্ডল। এদিন শহরের চার নম্বর ওয়ার্ড বিবি মসজিদ এলাকার শতাধিক মুসলিম পরিবারদের হাতে লাচ্ছা, কাজু , কিসমিস, দুধ , চিনির মত খাদ্য সামগ্রী তুলে দিলেন অনিন্দিতা মন্ডল। ইদের আগে সেই সমস্ত খাদ্য সামগ্রী পেয়ে খুশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এবিষয়ে তৃণমূল নেত্রী অনিন্দিতা মন্ডল বলেন একে তো লকডাউন তারউপর আমফানের দাপটে ইদ উৎসব পালন করতে বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সেকথা চিন্তা করেই আমি তাঁদের হাতে এইসমস্ত খাদ্য সামগ্রী তুলে দিলাম।

There is no slider selected or the slider was deleted.