হাওড়া, ১৯ মে:- বাংলায় হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। বুধবার ওই ঝড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় এসে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। এই রাজ্যে ঝড়ের গতিবেগ প্রবল হতে পারে। আর এই প্রবল সাইক্লোনের দাপটে এগিয়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা ট্রেনও। যার জেরে ঘটতে পারে দুর্ঘটনা। এই কারণে দক্ষিণ -পূর্ব রেল শাখায় বিভিন্ন স্টেশন ও ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির চাকা চেন তালা দিয়ে বেঁধে ফেলা হচ্ছে। ‘আমফানে’র জন্যই এই আগাম সতর্কতা বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এর আগে ফণী ঘূর্ণি ঝড়ের সময়েও আগাম সতর্কতা হিসাবে ট্রেনের চাকা চেন দিয়ে বাঁধা হয়েছিল। সেই ছবিই আজ দেখা গেল হাওড়ার শালিমারে।