হুগলি,১৯ মে:- কয়েক দিনের বিক্ষিপ্ত গোলমাল ও অশান্তির জেরে ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় বাড়িঘড় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল রাজ্য সরকার।অশান্তির পরেই বাসিন্দাদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দেয় নবান্ন। এরপরেই জেলা প্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বরের তেলেনিপাড়া,বাবুবাজার,সেগুনবাগান ,তাঁতীপাড়া ও চন্দননগর পুরনিগম ঘেঁষা এলাকা পরিদর্শন করে দ্রুত তালিকা তৈরি করে।বাসিন্দারা প্রশাসনের লোকজনের কাছে অভিযোগ করেন,দফায় দফায় বোমাবাজি, মারপিট ও সংঘর্ষের ঘটনায় বাসিন্দাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে।বাড়ির ভিতরে ঢুকে দুষ্কৃতীরা দরজা জানালা ও উপরের টালির ছাদ,ঘরের আসবাপত্র,সাইকেল ভেঙে তছনছ করেছে।বেশ কিছু বাড়িতে ঢুকে পরিবারের লোকজন কে মারধর করে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।অশান্তির সময়ে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাসিন্দারা আতঙ্কে সিটিয়ে আছেন বলেও পুলিশ প্রসাসনের কর্তা বযাক্তিদের কাছে অভিযগ করেন।তারপর থেকে কণ অসান্তির ঘটনা ঘটেনি।সোমবার ফের জেলা প্রশাসন ও চন্দননগর কমিশনারে্টের পুলিশ কর্মীরা তেলেনিপাড়ায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরে তাদের রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্থানীয়দের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে দাবি জেলা প্রশাসনের।
এদিন বেশ কিছু দোকান খোলা থাকলেও লক ডাউন ও প্রচন্ড গরমের কারণে স্থানীয়দের রাস্তা ঘাটে সেভাবে দেখা মেলেনি।তবে তেলেনিপাড়া ও সংলগ্ন এলাকায় যাতে আইনন শৃঙ্খলার কোন রকম অবনতি না হয় তারজন্য ড্রোণ ক্যামেরা উড়িয়ে নজর রাখছে পুলিশ প্রশাসন।এবিষয়ে হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, প্রাথমিক ভাবে যুদ্ধকালীন তৎপরতায় জেলা প্রশাসনের কর্মীরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করেছেন।প্রাথমিক ভাবে ২০০ পরিবারের জন্য রাজ্য সরকার ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করেছে। জেলা প্রশাসন জানিয়েছে অশান্তির মেঘ কাটিয়ে ভদ্রেশ্বর তেলেনিপাড়ার অবস্থা স্বাসভাবিক হতেই এক দিনের মধ্যে জেলা প্রশাসনের কর্মীরা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করেন তাদের নামের তালিকা ও ক্ষয়ক্ষতির বিবরন লিপিবদ্ধ করেন।সেই তালিকা রবিবার জেলা প্রশাসন নবান্নে পাঠিয়ে দেয়।এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে কয়েক ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করে এ দিন জেলাপ্রশাসন কে ক্ষতিপূরণ পাঠিয়ে দেন।জেলা প্রশাসন অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রেশ্বর পুরসভা কে পাঠিয়ে দেয়।প্রশা্সন জানিয়েছে ক্ষতিপূরণের টাকা দিয়ে ক্ষতিগ্রস্থরা বাড়ি ঘর মেরামত করতে পারবেন।বাড়ি ঘর ছাড়া যাদের অন্যান্য জিনিষ নষ্ট হয়েছে তারাও ক্ষতিপূরণ পাবেন। তবে ক্ষতিপূরণের অর্থ চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।রাজ্য সরকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেবে একথা জানার পরেই আশায় বুক বেঁধেছেন ক্ষতিগ্রস্থরা।নাম প্রকাশে অনিচ্ছুক তেলেনিপাড়ার এক বাসিন্দা বলেন, যে ভাবে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে তাতে আমরা বাড়ির বাইরে দিন কাটাচ্ছি।লক ডাউনে কাজ কর্ম বন্ধ থাকায় হাতে কোন অর্থ নেই।বাড়ি ঘর মেরামত কী ভাবে করব সেই নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল।কিন্তু রাজযের মুখ্যমন্ত্রী আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবেছেন এটাই আমাদের কাছে অনেক।এ দিন ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব।তিনি বলেন, বিজেপির মতো বিরোধীরা শুধু মুখে ভাষন দেয়।আমাদের নেত্রী কাজে করে দেখান। তবে এত অল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার সিন্নধান্ত জেলার ক্ষেত্রে নতুন নয়।মাস কয়েক আগে নৈহাটিতে বাজি ফাতার ঘটনায় চুঁচুড়ার গঙ্গা তীরের বাসিন্দাদের বাড়ি ঘরের ক্ষতি হওয়ার কয়েক দিনের মধযেই ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার।Related Articles
এবারের নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে রাজ্যের শাসক দলের থেকে কয়েক যোজন দূরে কেন্দ্রের শাসকদল।
কলকাতা, ৩১ মে:- অষ্টাদশ লোকসভা নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে অন্য রাজনৈতিক দলকে অনেক পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে রাজ্যের শাসকদলের থেকে কয়েক যোজন দূরে রয়েছে কেন্দ্রের শাসক দল।ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার এখন রাজনৈতিক দলগুলোর কাছে আর খুব দূরের কোনো বিষয় নয়। প্রতিটা রাজনৈতিক দলই তাদের তারকা প্রচারকদের বিভিন্ন সভায় পাঠানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করে […]
ব্যাডমিন্টন খেললেন জেলা শাসক পুলিশ কমিশনার।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- দু’দিন আগে হাওড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, চুঁচুড়ার সেই ইনডোর স্টেডিয়ামে খেলার সূচনা করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। শনিবার গোর্খা ময়দানের চুঁচুড়া ইনডোর স্টেডিয়াম যেখানে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ভাবনা রয়েছে।সেখানে ব্যাডমিন্টন খেললেন হুগলীর জেলা শাসক পি দীপাপ প্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। জেলা প্রশাসনের দুই শীর্ষ ব্যাক্তির ব্যাডমিন্টন […]
সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে কর্মীদের বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ৬ জানুয়ারি:- রাজ্যের বুকে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ! পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার একাধিক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধে বন্ধের কথা বলা হয়েছে সেলুন ও বিউটি পার্লার। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে বৃহস্পতিবার সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে আরামবাগ এসডিপিও অফিসে সেলুন […]