এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে যারা ঘরে বসে রাজনীতি করছেন এবার তাদের কড়া জবাব দিলেন রাজীব।

 

হাওড়া, ১৮ মে:- করোনা পরিস্থিতিতে যারা ঘরে বসে রাজনীতি করছেন এবার তাদের কড়া জবাব দিলেন রাজীব। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন একজন পরিযায়ী শ্রমিকও রাজ্যের বাইরে থাকবে না। প্রত্যেককে ফিরিয়ে আনা হবে। সোমবার হাওড়ায় বালির নিমতলায় এক কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একজনও পরিযায়ী শ্রমিক বাইরে থাকবেন না। সবাইকে ঘরে ফেরানোর দায়িত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এভাবেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন বিরোধীদের সমালোচনার জবাব দেন রাজীব। সোমবার বালিতে পথশিশু ও ফুটপাথ বাসীদের দুপুরের খাবার খাওয়ানোর একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে রাজীববাবু বলেন, আমরা লকডাউনের মধ্যে এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যাঁরা কাজ করেন তাঁরাই জানেন কি পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। যাঁদের কোনও কাজ নেই তাঁরাই ঘরে টিভির সামনে বসে শুধু রাজনীতি করতে জানেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি করার অনেক সময় পাবেন। এখন মানুষের পাশে দাঁড়ানোটাই প্রধান কাজ। আমরা সেই কাজটাই করছি। মানুষের মুখে একটু অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছি৷ কেউ যেন এসময় অভুক্ত না থাকেন সেটা দেখা দরকার আগে। বালির নেতাজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগের পাশে থাকার আশ্বাসও দেন বনমন্ত্রী। তিনি বলেন, যতদিন লকডাউন চলবে ততদিনই ফুটপাতবাসী, পথশিশু, ভবঘুরেদের পাশে দাঁড়াব। কেউ যেন অভুক্ত না থাকে তা আমরা দেখব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.