হুগলি,৯ মে:- লকডাউনের জেরে রাজস্থানের কোটায় দেড় মাসের বেশি সময় আটকে পড়া এই রাজ্যের পড়ুয়াদের কয়েকদিন আগেই বাড়ি ফিরিয়ে আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পড়ুয়াদের প্রত্যেকেরই শারীরিক পরীক্ষার পর কয়েকজনের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাজস্থান থেকে বাড়ি ফেরা পড়ুয়াদের মধ্যে ছিলেন হাওড়ার আন্দুল মাসিলা গ্রাম পঞ্চায়েত এলাকার এক ছাত্রীও। হাওড়ার বাড়িতে ফেরার পর তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। গত ৬মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাসিলায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পুরো এলাকা স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, ওই ছাত্রী আদতে হাওড়ার মাসিলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলেও পড়াশোনার জন্য থাকতেন ভিন রাজ্যেই। গত ১ তারিখ রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরার পর থেকে ওই ছাত্রী হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই ছাত্রী ভিন রাজ্য থেকেই সংক্রমিত হয়ে ফিরেছেন বলেও পঞ্চায়েত প্রধানের দাবি। তিনি বলেন, গ্রামে কোনও আতঙ্ক নেই। সকলেই সতর্ক আছেন। আমাদের লড়াই রোগের সঙ্গে, রোগীর সঙ্গে নয়।