চিরঞ্জিত ঘোষ,৮ মে:- আজ ২৫ শে বৈশাখ এই সেই উপলক্ষে চন্ডীতলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পূর্ত কর্মদক্ষ সুবীর মুখার্জি সহ বিভিন্ন ব্যক্তিগণ।সারা রাজ্যে লকডাউনকে উপেক্ষা করে যখন রক্তের টান পড়েছে রাজ্যের ব্লাড ব্যাংক গুলি তখন চন্ডীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান উদ্যোগ নিয়েছে রক্তদ্রোণ শিবির করার। তাই আজ বিশিষ্ট দিন হিসেবে বেছে নিয়ে আজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদাতাদের ভালো সাড়া পাওয়া গেছে।