এই মুহূর্তে খেলাধুলা

লকডাউনে দুঃস্থদের সেবায় নিগমানন্দ যুব সংঘ।

 

 

সৌরভ রায়  ৯,মে:- করোনা মহামারি রোধে টানা লকডাউনের জেরে ক্রমশ প্রকট হচ্ছে মানুষের আর্থিক সংকট। কাজ বন্ধ থাকায় পরিবারের মুখে অন্ন তুলে দিতে সমস্যায় পড়েছেন গৃহকর্তারা। কবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে তাও জানা নেই। ফলে সমাজের অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন জেলায় সেবা কাজে সামিল হয়েছে নিগমানন্দ যুব সংঘ। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেবের মহান ইচ্ছাই ছিল ‘নররূপী নারায়ণের সেবা’ করা। সেই আদর্শ মেনে সেবা কাজে অংশ নিয়েছেন যুব সংঘের সদস্যরা।

There is no slider selected or the slider was deleted.


হুগলি জেলা নিগমানন্দ যুব সংঘ ও রাজহাটি সারস্বত সংঘের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার দিন থেকে পরের তিনদিন ধরে হুগলি জেলার ৪০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় দরিদ্র মানুষদের। বাঁকুড়া জেলা নিগমানন্দ যুব সংঘের পক্ষ থেকে পয়লা মে খয়েরবনী গ্রামের ১৮ টি দুঃস্থ পরিবারের মধ্যে মহামারি করোনার জন্য সেবা কার্য হিসাবে চাল, ডাল, আলু ও সোয়াবিন বিতরণ করা হয়।

There is no slider selected or the slider was deleted.


দক্ষিণ ২৪পরগণা জেলার গোসাবা ইউনিটের পক্ষ থেকে ৪০ জনকে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । উত্তর ২৪ পরগনা নিগমানন্দ যুব সংঘের উদ্যোগে বনগাঁ ও গোবরডাঙা মিলে প্রায় ১০০ টির বেশি সংখ্যক অসহায় দরিদ্র পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনা যুব সংঘ ও মেদীয়া সারস্বত সংঘের যৌথ উদ্যোগে এই সেবা দান করা হয়।  এছাড়া পূর্ব নিগমানন্দ যুব সংঘ সহ অন্যান্য জেলাতেও চলছে সেবাকার্য। কোচবিহার জেলাতেও সেবা কাজে অংশ নেন যুবকরা।

There is no slider selected or the slider was deleted.