এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেটে ব্যস্ত এনএসআই ইস্টার্ন রেলওয়ের টিম !

 

 

সৌরভ রায়,৮ মে:- দেশজুড়ে চলছে লকডাউন। সমস্ত খেলাই তো বন্ধ। কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে কেউ ব্যাট করছেন, আবার কেউ বোলিং। আবার বল আটকানোর জন্য ফিল্ডার ড্রাইভ দিচ্ছেন, কখনও দুর্দান্ত ক্যাচ। আবার লকডাউনের মধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট তুলে দর্শকদের উৎসাহিত করছেন। চার-ছয়ের গ্রিন সিগন্যাল দিচ্ছেন আম্পায়ারও। জোরদার চলছে ক্রিকেট। ব্যাট-বল নিয়ে খেলায় কোনও কমতি নেই। কিন্তু এত কিছু হচ্ছে কী ভাবে? শুনে অবাক হয়ে গেলেন? আসলে লকডাউনের জেরে খেলা বন্ধ থাকলেও, খেলা চালিয়ে যাচ্ছেন বাংলার নেতাজী সুভাষ ইনস্টিটিউট ইস্টার্ন রেলওয়ে টিমের কোচ থেকে ক্রিকেটাররা। তবে মাঠে-ময়দানে বা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নয়। বাড়িতেই খেলায় ব্যস্ত সকলেই। আর একজনের বাড়ি থেকে বল গিয়ে পড়ছে কয়েক কিলোমিটার দূরে অন্যের বাড়িতে। সে আবার বাড়ি থেকেই ক্যাচ ধরে নিচ্ছেন সহজেই। আসলে পুরোটাই ভার্চুয়ালি। লকডাউনে যে যার বাড়িতে বসেই ভার্চুয়াল খেলায় অংশ নিলেন কোচ অম্বরিশ মিত্র, অধিনায়ক দীপাঞ্জন মুখার্জী, অরিজিৎ ব্যানার্জী, মাইকেল বেহেরা, রণবীর নাথ, উপল মুখার্জীরা। রয়েছেন আম্পায়ার আদিত্য মুখার্জী ও। এই ভিডিওর মাধ্যমে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিতেই উদ্যোগী হলেন ক্রিকেটাররা।ফিটনেস বজায় রাখতে কোচ বাড়িতেই প্র্যাকটিস করাচ্ছেন ক্রিকেটারদের। কখনও ক্যাচ প্র্যাকটিস। কখনও আবার ফিল্ডিং প্র্যাকটিস। কোনও ক্রিকেটার ব্যাট নিয়ে কভার ড্রাইভ করছেন। এই ভিডিওর মাধ্যমে সমস্ত ক্রিকেটারদের ও ক্রীড়াপ্রেমীদের বার্তা দেওয়া হয়েছে সকলে বাড়িতে থাকুন, বাড়িতেই খেলা প্রাকটিস করুন। ভালো সময় শীঘ্রই আসবে। সরকারের নির্দেশে লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশকে করোনা মুক্ত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন কোচ অম্বরিশ মিত্র।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.