এই মুহূর্তে খেলাধুলা

অজিভূমে টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার।

 

স্পোর্টস ডেস্ক,৮ মে:-  চলতি বছরে অস্ট্রেলিয়ায় কী আদৌও অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ? নাকি পিছিয়ে দেওয়া হবে ? তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে শুক্রবারই। অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। এই বিশ্বকাপে বিশ্বের ১৬টি দেশের অংশ নেওয়ার কথা। মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু করোনা মহামারির জেরে বিশ্বকাপ বাতিলের সম্ভাবনাই প্রবল। কারণ অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাঙারুর দেশে লাগু রয়েছে লকডাউন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

There is no slider selected or the slider was deleted.

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে শুক্রবার আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক করতে চলেছে বলে সূত্রের খবর। শুক্রবার ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসছে আইসিসি। এই বৈঠকে টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। করোনা ভাইরাসের জেরে টি-২০ বিশ্বকাপ কয়েক মাসের জন্য পিছিয়ে দিলে ক্রিকেট ক্যালেন্ডারে বড়সড় বদল আনতে হবে আইসিসি-কে। কারণ আগামী বছর ভারতে ফের বসছে টি-২০ বিশ্বকাপের আসর।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.