এই মুহূর্তে খেলাধুলা

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।

 

সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়েকিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকমাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।  তার মৃত্যু খবরে ময়দান জুরে শোকের ছায়া। ১৯৬২ সালে তাঁর নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। দেশের হয়ে ৫০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৬০-১৯৬৪ পর্যন্ত পাঁচটি মরসুমে মোহনবাগানে নেতৃত্ব দেন তিনি। ১৯৬৪ সালে এশিয়া কাপে তাঁর নেতৃত্বে রূপো জেতে ভারত। ১৯৬৮ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। এরপর ভারতীয় ফুটবল দলের কোচিংয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

There is no slider selected or the slider was deleted.

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও দক্ষতার ছাপ রাখেন চুনী গোস্বামী। ছাত্র জীবনে কলকাতা ইউনিভার্সিটির হয়ে একই বছরে তিনি ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ১৯৭১-৭২ মরসুমে বাংলা দল রঞ্জি ট্রফি ফাইনাল খেলে। চুনী গোস্বামী ১৯৬২ সালে ‘বেস্ট ট্রাইকার অফ এশিয়া’ এই সম্মান পান। ১৯৬৩ সালে ‘অর্জুন পুরস্কার’ পান। ১৯৮৩ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মান দেয়। ২০০৫ সালে মোহনবাগান ক্লাব তাঁকে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করে। বাংলা সিনেমার ‘প্রথম প্রেম’ ছবিতেও তিনি অভিনয় করেন।ফুটবলে তার অবদান চিরকাল মনে রাখবে ময়দান।তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.