এই মুহূর্তে জেলা

মহকুমা শাসকের এক ধমকিতেই উঠলো সিপিএমের আন্দোলন।

 

হুগলি,৩০ এপ্রিল:- সাধারন মানুষ রেশন পাচ্ছে না,বন্ধ জুট মিল গুলি খুলতে হবে,প্রচেষ্টা ফর্ম দেওয়া বন্ধ হয়ে গেলো কেনো .? এই ধরনের বিভিন্ন দাবি দওয়া নিয়ে শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরের প্রাঙ্গনের বাইরে আন্দলন দেখাচ্ছিল সিপিএম কর্মীরা, বৃহস্পতিবার সকালে এমনই আন্দলন ভেস্তে দিল খোদ মহকুমাশাসক। শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে আন্দলনরত সিপিএম কর্মীদের বর্তমান পরিস্থিতি বিচার করে এই আন্দলন না করতে অনুরোধ করেন আন্দোলন কারীদের, কিন্তু তাতেও চিড়ে না ভেজায় মহকুমাশাসক রিতিমত সময় দিয়ে ধমকি দেন আন্দোলন তোলার জন্য, আর এই মোক্ষম দাওয়াইতেই হলো কাজ , পুলিশের হস্তক্ষেপে অবশেষে রনে ভঙ্গ দেয় সিপিএম এর আন্দলন। আন্দলনকারী দের মধ্যে থেকে শিব মঙ্গল সিং বলেন  রাজ্য সরকারের বিভিন্ন ভুল পদক্ষেপের বিরুদ্ধে আমরা সোশ্যাল ডিস্টেন্সসিং মেনেই  হাতে প্ল্যাকার্ড নিয়ে এই প্রতিকি আন্দলনে নেমেছিলাম।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.