তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভা করোনার মতন ভয়ংকর ব্যাধি থেকে প্রত্যেক পৌরবাসী কে সুস্থ রাখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান রিষড়া শহর মিস্র ভাষাভাষীর অঞ্চল। আমাদের পৌর এলাকায় ভারতবর্ষের প্রায় সব প্রদেশের মানুষ বাস করেন । শিল্প নগরী হিসেবেও পরিচিত হুগলি জেলার এ এই অঞ্চল। মিনি ভারতবর্ষ হিসাবে পরিচিত আমাদের শহর ।তাই এই এখানকার মানুষদের নাগরিক সুখ সছন্দ সহ সমস্ত কিছুর উপর নজর রাখতে নানাবিদ ব্যবস্থা নিয়েছে তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভা ।এই ভয়ঙ্কর বিপদের দিনে মানুষের পাশে থাকতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানকার প্রতিটি মানুষের বিশেষ করে গরিব মানুষরা যাতে কোনরকম কষ্টের মধ্যে না পড়েন তার ব্যবস্থা করা হয়েছে ।প্রত্যেকটি ওয়ার্ড এর গরিব মানুষদের লকডাউন হবার শুরুর সঙ্গে সঙ্গে যাতে তাদের খাদ্যের কোন অভাব না হয় তাই তাদের জন্য খাদ্যবস্তু সরবরাহের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও যাতে মানুষ রান্না করা খাবার পেতে পারেন তার জন্য একটি কমিউনিটি কিচেন চালু হয়েছে । প্রতিদিন সেখান থেকে রান্না করা খাবার দুস্থ পরিবার গুলি কে সরবরাহ করা হচ্ছে ।
এছাড়াও পৌরবাসীর স্বাস্থ্য ব্যবস্থা দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ডাক্তারবাবুরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে ।পুর প্রধানের দাবি এখনো পর্যন্ত আমাদের এই পুর এলাকায় একটা ও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি। কিন্তু তা বলে থেমে থাকলে তো চলবে না। যার জন্য আমাদের ডাক্তারবাবুরা সর্বদা সজাগ আছেন। অ্যাম্বুলেন্স সহ সব রকম পরিষেবা দেবার জন্য পুরোসভার পক্ষো থেকে একটি হেল্প লাইন চালু রয়েছে 24×7 যে কোনো রকম সাম্যের জন্য পুরো সভা প্রস্তুত। সম্প্রতি পুরসভার প্রবেশের মুখে একটি সানিটাইজ চ্যানেল বসানো হয়েছে। পুরসভার যেকোনো নাগরিক পৌরসভার যে কোন কাজে আসতে গেলে তাকে সেই চ্যানেলের মধ্য দিয়ে আসতে হবে ।এবং সেখানে তাদের সানিটাইজ করার বন্দোবস্ত করা হয়েছে । বিজয় বাবু বলেন এই ভয়ঙ্কর বিপদের দিনে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভয়ঙ্কর বিপদ থেকে মানুষকে রক্ষা করতে হবে । আমরা তার সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমাদের পুরসভার সমস্ত পুরো প্রতিনিধিরা কর্মীরা বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা এবং সাফাই কর্মীরা অঙ্গীকারবদ্ধ যেকোনো মূল্যে আমরা সকলের মঙ্গলের দিকে নজর দিয়ে কাজ করে যাব । তিনি বলেন আগামীকাল অক্ষয় তৃতীয়া ।অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে একটাই অনুরোধ আপনারা সকলে এই সময় বাড়িতে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন সমাজকে বাঁচান, রাজ্য কে বাঁচান এবং দেশকে বাঁচান আগামী দিনে সুস্থ সুন্দর পৃথিবী যাতে আমরা পেতে পারি সেই লক্ষ্যে আসুন আমরা শপথ নিই।Related Articles
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন খানাকুলে।
খানাকুল, ১ জানুয়ারি:- ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়| বর্ষবরণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মতো হুগলি জেলার খানাকুলের ঘাশুয়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কাজের মাধ্যমে তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ঘাশুয়া […]
মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশককে দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য তলব।
কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা […]
মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।
কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের […]