তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভা করোনার মতন ভয়ংকর ব্যাধি থেকে প্রত্যেক পৌরবাসী কে সুস্থ রাখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান রিষড়া শহর মিস্র ভাষাভাষীর অঞ্চল। আমাদের পৌর এলাকায় ভারতবর্ষের প্রায় সব প্রদেশের মানুষ বাস করেন । শিল্প নগরী হিসেবেও পরিচিত হুগলি জেলার এ এই অঞ্চল। মিনি ভারতবর্ষ হিসাবে পরিচিত আমাদের শহর ।তাই এই এখানকার মানুষদের নাগরিক সুখ সছন্দ সহ সমস্ত কিছুর উপর নজর রাখতে নানাবিদ ব্যবস্থা নিয়েছে তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভা ।এই ভয়ঙ্কর বিপদের দিনে মানুষের পাশে থাকতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানকার প্রতিটি মানুষের বিশেষ করে গরিব মানুষরা যাতে কোনরকম কষ্টের মধ্যে না পড়েন তার ব্যবস্থা করা হয়েছে ।প্রত্যেকটি ওয়ার্ড এর গরিব মানুষদের লকডাউন হবার শুরুর সঙ্গে সঙ্গে যাতে তাদের খাদ্যের কোন অভাব না হয় তাই তাদের জন্য খাদ্যবস্তু সরবরাহের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও যাতে মানুষ রান্না করা খাবার পেতে পারেন তার জন্য একটি কমিউনিটি কিচেন চালু হয়েছে । প্রতিদিন সেখান থেকে রান্না করা খাবার দুস্থ পরিবার গুলি কে সরবরাহ করা হচ্ছে ।
এছাড়াও পৌরবাসীর স্বাস্থ্য ব্যবস্থা দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ডাক্তারবাবুরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে ।পুর প্রধানের দাবি এখনো পর্যন্ত আমাদের এই পুর এলাকায় একটা ও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি। কিন্তু তা বলে থেমে থাকলে তো চলবে না। যার জন্য আমাদের ডাক্তারবাবুরা সর্বদা সজাগ আছেন। অ্যাম্বুলেন্স সহ সব রকম পরিষেবা দেবার জন্য পুরোসভার পক্ষো থেকে একটি হেল্প লাইন চালু রয়েছে 24×7 যে কোনো রকম সাম্যের জন্য পুরো সভা প্রস্তুত। সম্প্রতি পুরসভার প্রবেশের মুখে একটি সানিটাইজ চ্যানেল বসানো হয়েছে। পুরসভার যেকোনো নাগরিক পৌরসভার যে কোন কাজে আসতে গেলে তাকে সেই চ্যানেলের মধ্য দিয়ে আসতে হবে ।এবং সেখানে তাদের সানিটাইজ করার বন্দোবস্ত করা হয়েছে । বিজয় বাবু বলেন এই ভয়ঙ্কর বিপদের দিনে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভয়ঙ্কর বিপদ থেকে মানুষকে রক্ষা করতে হবে । আমরা তার সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমাদের পুরসভার সমস্ত পুরো প্রতিনিধিরা কর্মীরা বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা এবং সাফাই কর্মীরা অঙ্গীকারবদ্ধ যেকোনো মূল্যে আমরা সকলের মঙ্গলের দিকে নজর দিয়ে কাজ করে যাব । তিনি বলেন আগামীকাল অক্ষয় তৃতীয়া ।অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে একটাই অনুরোধ আপনারা সকলে এই সময় বাড়িতে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন সমাজকে বাঁচান, রাজ্য কে বাঁচান এবং দেশকে বাঁচান আগামী দিনে সুস্থ সুন্দর পৃথিবী যাতে আমরা পেতে পারি সেই লক্ষ্যে আসুন আমরা শপথ নিই।Related Articles
করোনা আতঙ্ক ! ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনা সংক্রমণের জের। ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার ও কেমো পল আগামী মাসে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি হননি। ফলে তিন ক্রিকেটারকে বাদ দিয়ে ১৪ জনের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। ৯ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টাইনের […]
পোলবায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচ।
হুগলি, ২৬ এপ্রিল:- পোলবার আলিনগরের সোনাদার মাঠে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন।আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ডুবির ভেরি ফিরছিল অটো।আলিনগরের দিক থেকে একটি হুন্ডাই গাড়ি সজরো এসে অটোর মুখে ধাক্কা মারে।রাস্তায় পাশে নয়ানজুলিতে গিয়ে পরে। এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং […]
হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল কমিশনারেটের পুলিশ। রবিবার শ্রীরামপুর টাউন হলে একটি ঘরোয়া অনুষ্ঠানে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি, আইসি দিব্যেন্দু দাস, পুরপ্রধান বিজয় মিশ্র, পিন্টু মাহাতো। এ দিন […]