তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভা করোনার মতন ভয়ংকর ব্যাধি থেকে প্রত্যেক পৌরবাসী কে সুস্থ রাখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান রিষড়া শহর মিস্র ভাষাভাষীর অঞ্চল। আমাদের পৌর এলাকায় ভারতবর্ষের প্রায় সব প্রদেশের মানুষ বাস করেন । শিল্প নগরী হিসেবেও পরিচিত হুগলি জেলার এ এই অঞ্চল। মিনি ভারতবর্ষ হিসাবে পরিচিত আমাদের শহর ।তাই এই এখানকার মানুষদের নাগরিক সুখ সছন্দ সহ সমস্ত কিছুর উপর নজর রাখতে নানাবিদ ব্যবস্থা নিয়েছে তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভা ।এই ভয়ঙ্কর বিপদের দিনে মানুষের পাশে থাকতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানকার প্রতিটি মানুষের বিশেষ করে গরিব মানুষরা যাতে কোনরকম কষ্টের মধ্যে না পড়েন তার ব্যবস্থা করা হয়েছে ।প্রত্যেকটি ওয়ার্ড এর গরিব মানুষদের লকডাউন হবার শুরুর সঙ্গে সঙ্গে যাতে তাদের খাদ্যের কোন অভাব না হয় তাই তাদের জন্য খাদ্যবস্তু সরবরাহের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও যাতে মানুষ রান্না করা খাবার পেতে পারেন তার জন্য একটি কমিউনিটি কিচেন চালু হয়েছে । প্রতিদিন সেখান থেকে রান্না করা খাবার দুস্থ পরিবার গুলি কে সরবরাহ করা হচ্ছে ।
এছাড়াও পৌরবাসীর স্বাস্থ্য ব্যবস্থা দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ডাক্তারবাবুরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে ।পুর প্রধানের দাবি এখনো পর্যন্ত আমাদের এই পুর এলাকায় একটা ও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি। কিন্তু তা বলে থেমে থাকলে তো চলবে না। যার জন্য আমাদের ডাক্তারবাবুরা সর্বদা সজাগ আছেন। অ্যাম্বুলেন্স সহ সব রকম পরিষেবা দেবার জন্য পুরোসভার পক্ষো থেকে একটি হেল্প লাইন চালু রয়েছে 24×7 যে কোনো রকম সাম্যের জন্য পুরো সভা প্রস্তুত। সম্প্রতি পুরসভার প্রবেশের মুখে একটি সানিটাইজ চ্যানেল বসানো হয়েছে। পুরসভার যেকোনো নাগরিক পৌরসভার যে কোন কাজে আসতে গেলে তাকে সেই চ্যানেলের মধ্য দিয়ে আসতে হবে ।এবং সেখানে তাদের সানিটাইজ করার বন্দোবস্ত করা হয়েছে । বিজয় বাবু বলেন এই ভয়ঙ্কর বিপদের দিনে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভয়ঙ্কর বিপদ থেকে মানুষকে রক্ষা করতে হবে । আমরা তার সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমাদের পুরসভার সমস্ত পুরো প্রতিনিধিরা কর্মীরা বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা এবং সাফাই কর্মীরা অঙ্গীকারবদ্ধ যেকোনো মূল্যে আমরা সকলের মঙ্গলের দিকে নজর দিয়ে কাজ করে যাব । তিনি বলেন আগামীকাল অক্ষয় তৃতীয়া ।অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে একটাই অনুরোধ আপনারা সকলে এই সময় বাড়িতে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন সমাজকে বাঁচান, রাজ্য কে বাঁচান এবং দেশকে বাঁচান আগামী দিনে সুস্থ সুন্দর পৃথিবী যাতে আমরা পেতে পারি সেই লক্ষ্যে আসুন আমরা শপথ নিই।Related Articles
হোলি কে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা,২৪ ফেব্রুয়ারি:- হোলি কে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সমস্ত মন্ত্রীদের নিজের নিজের কেন্দ্র থাকার ও নির্দেশ দেন তিনি। হোলি কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন কে সমস্ত রকম বেবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন দফতরে প্রায় 2500 নতুন নিয়োগ […]
পরকীয়া সম্পর্কের জেরে খুন এক ব্যক্তি।
হাওড়া, ২৬ জানুয়ারি:- পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হলো এক ব্যক্তিকে। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ বুদ্ধেস্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে। জানা গেছে লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সাথে ভালোবাসার সম্পর্ক […]
কলকাতার অনুকরণে দিল্লিতেও বইমেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ জানুয়ারি:- কলকাতা বইমেলার অনুকরণে দিল্লিতেও একটি বই মেলার আয়োজন করবে রাজ্য সরকার। সোমবার দুপুরে সল্টলেকের সেন্টাল পার্কে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা করে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেই বইমেলায় রাজ্যের সব জেলা অংশ নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল। আমার দীর্ঘদিনের পরিচিত, যখন সরকারে ছিলাম […]