তরুণ মুখোপাধ্যায়,৮ এপ্রিল:- পয়লা বৈশাখ আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এই সময় প্রতিটি ব্যবসায়ী নতুন বছর শুরুর আগে হালখাতা উপলক্ষে লক্ষ্মী ও গণেশের পুজো করে ব্যবসা শুরু করেন। কিন্তু এবছর করোনার ভয়াবহ প্রভাবে সারা বিশ্ব থমকে গেছে। মারণব্যাধি থেকে বাঁচতে শুরু হয়েছে লকডাউন। হুগলির মৃৎশিল্পর সঙ্গে যারা জড়িত তারাও মহা সংকটের মধ্যে পড়েছেন। হুগলির প্রখ্যাত মৃৎশিল্পী স্বপন পালের কথায়় প্রতিবছর এই সময় লক্ষ্মী গণেশের মূর্তির চাহিদা থাকে। কিন্তু এবছর এই ছোট ছোট ঠাকুর গুলো যারা করেন তাঁরা সাপ্লাই দিতে পারছেন না। কারন লকডাউনের ফলে সমস্ত কিছু বন্ধ। আর আমরা যারা বড় ঠাকুর করি তাঁরা ১০০-২০০ লক্ষ্মী-গণেশ বানাই। কিন্তু এবছর কোন খদ্দের নেই । এ পর্যন্ত মাত্র একটি ঠাকুর বিক্রি হয়েছে। কারণ যেখানে পুজো করবেন সেই দোকানই বন্ধ। এখন মানুষের প্রাণ বাঁচানোই বড় তাগিদ। সরকারের পক্ষ থেকে নানাবিধ চেষ্টা চলছে চিকিৎসকরা বারবার বলছেন এই মারণ ব্যাধি থেকে বাঁচতে আমাদের লকডাউনে যেতেই হবে। এই অবস্থায় কি করে পুজো হবে তা বোঝা যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে ।কারণ সারাবিশ্বে মারণ রোগ ছেয়ে গেছে কোন প্রার্থনাই কাজে লাগছে না। এখন একমাত্র চিকিৎসকদের কথার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। ওনারা এখন আমাদের কাছে ভগবান। এদিকে সাধারণ মানুষদের অধিকাংশের বক্তব্য যা মনে হচ্ছে এই লকডাউন এর মেয়াদ বাড়বে। আমাদের নিজেদের বাঁচার জন্য এটা আমাদের করতেই হবে। এরই মধ্যে একটা সুখবর ফুল ব্যবসায়ী এবং মিষ্টি ব্যবসায়ীদের খানিকটা ছাড় দেওয়া হয়েছে। দেখা যাক নতুন বছরে হালখাতা কতটা করতে পারে ব্যবসায়ীরা।
Related Articles
মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারী , মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে ডানকুনিতে প্রতিবাদ সিটুর।
চিরঞ্জিত ঘোষ , ১৯ আগস্ট:- মাদার ডেয়ারীরকে বাংলা ডেয়ারী বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে বৃহস্পতিবার ডানকুনি মাদার ডেয়ারীতে প্রতিবাদ কর্মসূচী পালন করল সিটু। এ দিন ডানকুনির কারখানার গেটে সিটুর কর্মী সমর্থকেরা জরো হয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে। মাদার ডেয়ারী এমপ্লয়িজ ইউনিয়নের তরফে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় মুখ্যমন্ত্রী মাদার […]
মহাবীর জয়ন্তীতে ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে। […]
শোভন দলেই আছে কিন্তু কবে সক্রিয় হবে তার দিকে তাকিয়ে দল – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা,১৪ ডিসেম্বর:- বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার 57 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন […]







