তরুণ মুখোপাধ্যায়,৮ এপ্রিল:- পয়লা বৈশাখ আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এই সময় প্রতিটি ব্যবসায়ী নতুন বছর শুরুর আগে হালখাতা উপলক্ষে লক্ষ্মী ও গণেশের পুজো করে ব্যবসা শুরু করেন। কিন্তু এবছর করোনার ভয়াবহ প্রভাবে সারা বিশ্ব থমকে গেছে। মারণব্যাধি থেকে বাঁচতে শুরু হয়েছে লকডাউন। হুগলির মৃৎশিল্পর সঙ্গে যারা জড়িত তারাও মহা সংকটের মধ্যে পড়েছেন। হুগলির প্রখ্যাত মৃৎশিল্পী স্বপন পালের কথায়় প্রতিবছর এই সময় লক্ষ্মী গণেশের মূর্তির চাহিদা থাকে। কিন্তু এবছর এই ছোট ছোট ঠাকুর গুলো যারা করেন তাঁরা সাপ্লাই দিতে পারছেন না। কারন লকডাউনের ফলে সমস্ত কিছু বন্ধ। আর আমরা যারা বড় ঠাকুর করি তাঁরা ১০০-২০০ লক্ষ্মী-গণেশ বানাই। কিন্তু এবছর কোন খদ্দের নেই । এ পর্যন্ত মাত্র একটি ঠাকুর বিক্রি হয়েছে। কারণ যেখানে পুজো করবেন সেই দোকানই বন্ধ। এখন মানুষের প্রাণ বাঁচানোই বড় তাগিদ। সরকারের পক্ষ থেকে নানাবিধ চেষ্টা চলছে চিকিৎসকরা বারবার বলছেন এই মারণ ব্যাধি থেকে বাঁচতে আমাদের লকডাউনে যেতেই হবে। এই অবস্থায় কি করে পুজো হবে তা বোঝা যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে ।কারণ সারাবিশ্বে মারণ রোগ ছেয়ে গেছে কোন প্রার্থনাই কাজে লাগছে না। এখন একমাত্র চিকিৎসকদের কথার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। ওনারা এখন আমাদের কাছে ভগবান। এদিকে সাধারণ মানুষদের অধিকাংশের বক্তব্য যা মনে হচ্ছে এই লকডাউন এর মেয়াদ বাড়বে। আমাদের নিজেদের বাঁচার জন্য এটা আমাদের করতেই হবে। এরই মধ্যে একটা সুখবর ফুল ব্যবসায়ী এবং মিষ্টি ব্যবসায়ীদের খানিকটা ছাড় দেওয়া হয়েছে। দেখা যাক নতুন বছরে হালখাতা কতটা করতে পারে ব্যবসায়ীরা।
Related Articles
হুগলির এক ডজন পৌরসভায় কুর্শির দখলকে ঘিরে জল্পনা তুঙ্গে।
হুগলি , ১২ মার্চ:- এক ডজন পুরসভার মধ্যে নতুন মুখের পাশাপাশি পুরনোদের উপর ভরসা করে সবকটিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। পুরপ্রধান ও উপপুরপ্রধান বাছাই নিয়েও দলের শীর্ষ নেতৃত্ব সেই পথে হাঁটারই বার্তা দেবে বলে মনে করছে শাসক দলের একাংশ। তৃণমূল সূত্রে খবর দলের দলের শৃঙ্খলা ধরে রাখতে ডানকুনি থেকে শিল্পাচলের বাঁশবেড়িয়া ও গ্রামীণ এলাকার তারকেশ্বর […]
নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।
নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী […]
নিয়ম ভেঙেই অটোয় তোলা হচ্ছে দুজনের বেশি যাত্রী , ভাড়াও নেওয়া হচ্ছে দ্বিগুন।
দ:২৪পরগনা ,২ মে:- সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দী করে রেখেছেন অটো চালকরা তা জেলায় ঘূরলেই পরিষ্কার। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী একেবারে গায়ে গায়ে ঠেসে বসে আছেন। সরকারি নিয়ম বিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না উল্টে এই তিন চাকার জানে একলপ্তে ভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ। […]