এই মুহূর্তে জেলা

অবশেষে গঙ্গাসাগরে এসে পৌছালো ভারতীয় সেনাবাহিনীর নিথর দেহ।

 

দ:২৪পরগনা,৫ এপ্রিল:- সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (৩৬)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগর থানা এলাকার দক্ষিণ হারাধন পুরের বাসিন্দা ছিলেন।জানা যায়, উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় দেবব্রত মাইতির। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে গঙ্গাসাগরে দেবব্রত মাইতির পরিবারের লোকজনকে তার মৃত্যুর খবর দেয়া হয়। কর্তব্যরত অবস্থায় দেবব্রত মাইতি মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে সাধারণ মানুষ। রবিবার সকালে দেবব্রত মাইতি কফিনবন্দি মৃতদেহ পৌঁছয় তার গ্রামের বাড়ি গঙ্গাসাগর এলাকার দক্ষিণ হারাধনপুরে। এরপরেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। দেবব্রত মাইতির পরিবার সূত্রে জানা যায় গত দু’বছর আগে কর্তব্যরত অবস্থায় বিশেষ অভিযানে গুরুতর জখম হয়েছিল ভারতীয় সেনা দেবব্রত মাইতি তারপর সুস্থ হয়ে আবারো কাজে যোগদান করেছিলেন তিনি। তার অবসর নেওয়ার জন্য বাকি ছিল মাত্র আর এক বছর। এরইমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল গঙ্গাসাগরের ভূমিপুত্র দেবব্রত মাইতির। পরিবারে স্ত্রী এক ছেলে রয়েছে তার। এদিন ভোরবেলা তার মরদেহ গ্রামে পৌঁছতে ঘটনাস্থলে পৌঁছেএলাকারজনপ্রতিনিধিরা এবং গ্রামে যথাযোগ্য মর্যাদা দিয়ে ঘরের ছেলেকে বিদায় জানায় গঙ্গাসাগর বাসী। অবশ্য ভারতীয় সেনা দেবব্রত মাইতির মৃত্যুতে গঙ্গাসাগরে নেমেছে শোকের ছায়া।

There is no slider selected or the slider was deleted.

https://youtu.be/xRYHLkYnzYU

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.