এই মুহূর্তে জেলা

করোনাকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।

 নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে তাদের নামও পাঠান তাদের ভোগ ও গোত্র নিবেদন করা হয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান গতকাল অষ্টমী পুজো শুরু হয় আজ মহানবমী।আমার একটায় প্রার্থনা শুধু নিজের জন্য আর নিজের পরিবারের জন্য মংগল কামনা নয়।আমি সমগ্র শান্তিপুর তথা পশ্চিমবঙ্গ বাসীর জন্য প্রার্থনা করছি।পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাকে আমরা ” মা ” বলে থাকি এবং জানি তার কাজের জন্য তার ত্যাগের জন্য বাংলার মানুষের আপদে বিপদে সেই একমাত্র ভরসা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                          আজ তার জন্য বিশেষ প্রার্থনা এবং এদিন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তিনি পুজো করলেন।তিনি আরও জানান পুজোটা সকলের পাশাপাশি মা মমতা ব্যানার্জীর জন্য করলেন।আগামীকাল নবমী মহাজোজ্ঞ হবে।অনেকের এই মন্দিরের এসে পুজো দেবার ইচ্ছা ছিল কিন্তু তারা দিতে পারলেন না আমরা তাদের নাম নিয়ে সরাসরি সোসাল মিডিয়ার মাধ্যমে লাইভে গিয়ে পুজো এবং মন্ত্র পাঠ দেখানোর ব্যব্যস্থা করেছি।চন্ডিপাঠ থেকে মাইক বাজানো কোন কিছুই বাদ ছিল না এই পুজো ঘিরে।অরিন্দম বাবু আরো জানান অনেকে ব্যাংগ করছেন। তারা বলেছে করোনা ভাইরাস কি পুজো করে দেশথেকে নির্মুল হবে।তা নয়।এটি ধর্মপরায়ণ প্রার্থনা।এতদিন সবাই বাড়ি থেকে বসে আছেন।ঈশ্বর তাদের একমাত্র এই মুক্তির পথ দেখাতে পারে বলে তার বিশ্বাস।সকলের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাত্রায় ফিরতে পারেন তার জন্য এই প্রচেস্টা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.