হাওড়া,২৪ মার্চ:- লকডাউনের জেরে হাওড়া স্টেশনের বাইরে আটকে পড়া প্রায় তিন শতাধিক যাত্রীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আরপিএফ। তাদের জন্য খাওয়ানোর ব্যবস্থাও করা হল। এরপর তাদের বাড়ি পাঠানোর জন্য রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করেন আরপিএফ কর্তারা। আটকে পড়া যাত্রীরা মূলত অসমের গুয়াহাটি ও আশপাশের এলাকার বাসিন্দা। মুম্বাই থেকে ফিরছিলেন তারা। রবিবার রাতে সাঁতরাগাছি স্টেশনে এসে নামেন। তারপর সোমবার হাওড়া স্টেশনে এসে পৌঁছোন। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অসহায় হয়ে তারা হাওড়া স্টেশন লাগোয়া প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ঘোরাঘুরি করছিলেন। সোমবার বিকেল ৫টা থেকে সমস্ত পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় মুখে পড়ে যান তারা।
আটকে থাকা যাত্রীদের বক্তব্য,কীভাবে বাড়ি যাবেন কিছুই বুঝতে পারছিলেন না। এরা মুম্বাইয়ে কাজ করতেন। ওখানে কাজ বন্ধ হয়ে যায়। এরপর রাতারাতি ট্রেনে তুলে দেওয়া হয়। এখানে নামার পর আর গুহায়াটি যাবার কোনও ট্রেন ছিল না। সেই রবিবার রাত থেকেই এখানে আটকে পড়েছিলেন তারা। মঙ্গলবার সকালে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন আরপিএফের জওয়ান ও কর্তারা। আরপিএফের তরফে এদিন সকালে তাদের চা, বিস্কুট, জলখাবার ও দুপুরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তাদের দ্রুত বাড়ি পৌঁছে দেবার ব্যাপারে আশ্বস্ত করেন রেল সুরক্ষা বাহিনীর জওয়ানরা। এদের আগেই স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এদের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজ্য সরকারও সাহায্যের আশ্বাস দিয়েছে।