হুগলি , ২২ মার্চ:- জনতা কার্ফুর ব্যাপক সাড়া জেলা জুড়ে । রবিবার করোনা ভাইরাসের মোকাবিলা করতে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী,সেই মতো রবিবার সকালে ব্যাপক সাড়া মিলেছে জনতা কার্ফুর।জেলার প্রায় সমস্ত রাস্তা ঘাট সম্পূর্ণ ফাঁকা।সব দোকান বাজার বন্ধ।মাঝে মধ্যে কয়েকটা গাড়ি বা মানুষের দেখা মিললেও এককথায় বলা যায় জনতা কার্ফু সফল। জেলা জুড়ে একই ছবি।করোনা ভাইরাসের আতঙ্কে ঘর থেকে বেরোয়নি সাধারণ মানুষ।বেশির ভাগ রেল স্টেশন গুলি প্রায় জনশূন্য, গুটি কয়েক ট্রেন চললেও কার্যত যাত্রী শুন্য ট্রেন গুলিতে। রেল গ্যারেজে ফাঁকা।জেলা দিয়ে যাওয়ার ন্যাশনাল হাইওয়েতে গাড়ি শুন্য টোলট্যাক্সে গাড়ির ভিড় নেই।সব মিলিয়ে জনতা কার্ফুর সারা পাওয়া গেলো জেলা জুরে।