শিলিগুড়ি , ২২ মার্চ:- মোদির ঘোষণা কে ঘিরেই রবিবার সকাল থেকেই ব্যস্ত শিলিগুড়ি ছবিটা একেবারে পাল্টে গেল। অন্যদিন কার মতো ভিড়ে ঠাসা হিলকার্ট রোড এদিন ছিল একেবারে জনশূন্য। শিলিগুড়ি জংশনের তেনজিং নরগে বাস টার্মিনাল থেকে সকালে বাস ছারলেও যাত্রী ছিল হাতেগোনা। শুধু তাই নয় বেশ কয়েকটি বাস আবার যাত্রীশূন্য অবস্থাতেই চলাফেরা করেছে। অন্যদিকে শিলিগুড়ির লাগোয়া বেশ কয়েকটি চা-বাগানে এদিন একেবারে স্তব্ধ ছবি দেখতে পাওয়া যায়। সকাল থেকেই কোথাও কোনো রকম চা শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়নি। চা বাগানের কাজকর্ম ছিল বন্ধ। একই সঙ্গে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে এদিন যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম। শুধুমাত্র যে ট্রেন গুলি গতকাল রাতে যাত্রা করে রবিবার সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে শুধুমাত্র সেই ট্রেনে যাত্রীদের স্টেশনে দেখতে পাওয়া গিয়েছে। একই সাথে শিলিগুড়ির প্রধান এয়ারভিউ মোর সেবক মোর এবং দার্জিলিং মোড় ছিল একেবারেই প্রায় জনশূন্য অবস্থাতেই। শিলিগুড়ির প্রায় সমস্ত মার্কেট এবং বাজার ঘাট দোকানপাট ছিল বন্ধ। সবমিলিয়ে উত্তরবঙ্গের চেহারাটা কার্যত জনমানবহীন।