এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরাও। বন্ধ রাখা হল গানের স্কুল।

 

হাওড়া ,২১ মার্চ:-  রাজ্য সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করোনা সতর্কতা হিসেবে হাওড়ায় সমস্ত কোচিং ক্লাস বন্ধ রেখেছেন প্রাইভেট টিচাররা। এবার এই কর্মযজ্ঞে এগিয়ে এলেন হাওড়ার বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর হাওড়া শিল্পী সংস্থার পরিচালনায় বিশ্বতান সঙ্গীত প্রতিষ্ঠান তাদের গানের কোচিং ক্লাস বন্ধ রেখেছেন শুক্রবার থেকে। আগামী ৩১ তারিখ সমস্ত ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তর হাওড়া শিল্পী সংস্থার তরফ থেকে শমিত কুমার ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংযুক্তা দে জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে করোনা সতর্কতা হিসেবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। সরকারের সেই সদর্থক ভূমিকাকে সমর্থন জানিয়ে আমরাও আমাদের সংগীত প্রতিষ্ঠান আগামী কয়েক দিনের জন্য বন্ধ রেখেছি। শুক্রবার থেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে এখানকার সব ছাত্র-ছাত্রীদের। ৩১ মার্চের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও আমরা আমাদের সংস্থার তরফ থেকে সকলের হাতে সাবান, স্যানিটাইজার এবং মাস্ক তুলে দিয়েছি। সারা বছরই আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে যুক্ত থাকি। করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় আমরা শিল্পীরাও সকলে এগিয়ে এসেছি। সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে পথে নেমেছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.