হাওড়া ,১৯ মার্চ :- করোনা আতঙ্কের জেরে কার্যত গৃহবন্দী মানুষ। ফলে প্রতিদিনই কমছে রেলের যাত্রী সংখ্যা। তার জেরেই একের পর এক বাতিল করা হচ্ছে ট্রেন। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন যাত্রী কমের কারণে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। আপ ও ডাউনে হাওড়া-পুরী-হাওড়া গরীব রথ ট্রেন বাতিল করা হয়েছে। আপে ২৪,২৬,ও ৩১ মার্চ এবং ডাউনে ২৩,২৫,ও ৩০ মার্চ চালানো হবেনা ট্রেনটি। এছাড়া হাওড়া- পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি আপে আগামী ২০ ও ৩১ মার্চ এবং ডাউনেও ওই দিনগুলিতে চলাচল করবে না। এছাড়াও ২১ ও ২৮ মার্চ রাঁচী-পাটনা এক্সপ্রেস ও ২২ ও ২৯ মার্চ পাটনা-রাঁচী এক্সপ্রেস চলাচল করবে না। এছাড়াও ভুবনেশ্বর-ধানবাদ গরীব রথ ২০,২২,২৪,২৭,২৯ ও ৩১ মার্চ বন্ধ থাকবে। ধানবাদ-ভুবনেশ্বর গরীব রথ ট্রেনটি ২১,২৩,২৫,২৮,৩০ মার্চ ও ১ এপ্রিল বন্ধ থাকবে। এছাড়াও ভুবনেশ্বর-দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি আপ ২৫ মার্চ ও ডাউন ২৬ মার্চ চলাচল করবে না বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।







