এই মুহূর্তে জেলা

করোনা নিয়ে তথ্য জানালো হাওড়া জেলা প্রশাসন।


 

হাওড়া ,১৯ মার্চ :-  করোনা নিয়ে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হাওড়া জেলায় মোট ৪৬৫ জনের উপরে নজরদারি করা হচ্ছে। যার মধ্যে হাওড়া পুর এলাকায় রয়েছেন ২৮৮ জন এবং বাকি জেলায় রয়েছেন ১৭৭ জন। এদের সঙ্গে আশা কর্মীদের মাধ্যমে ও মোবাইল ফোনে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে প্রশাসন। কোনও উপসর্গ দেখা দিলেই তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে ও প্রয়োজনে আইসোলেশনে পাঠানো হতে পারে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, করোনা মোকাবিলায় আগাম সতর্কতা হিসাবে পথে নেমেছেন পুরসভার জনপ্রতিনিধিরাও। হাওড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা ও বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসের উদ্যোগে কাসুন্দিয়া শিবতলা অঞ্চল, হালদারপাড়া লেন, বৈষ্ণবপাড়া বাজার, নবীন সেনাপতি লেন, নেতাজী সুভাষ রোডের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় দেড় হাজার সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়। এছাড়াও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করায় উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.