কোচবিহার, ১১ মার্চ :- আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কোচবিহার শহরে। বুধবার দুপুরে হঠাৎই শহরের ব্যাস্ততম এলাকা এ এল দাস চৌপথিতে ইলেকট্রিক পোলে আগুন লাগে। এই ঘটনায়আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যাবসায়িরা। সাথে সাথে খবর দেওয়া হয় কোচবিহার দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন বিশ্ব সিংহ রোডের এ এল দাস চৌপথিতে। বেশ কিছুক্ষণের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। এই ঘটনায় কোন হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দমকলের প্রাথমিক আনুমান শর্ট সার্কিট থেকেই এই আগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারনেই এই ধরনের ঘটনা ঘটছে। তাদের আশঙ্কা এখনি ব্যাবস্থা গ্রহন না করলে আগামী দিনে আরও বড়ো ধরনের ঘটনা ঘটতে পারে। আগ্নি কাণ্ডের ঘটনার সময়ে বিভিন্ন দোকানে থাকা গ্রাহকেরা ছুটে বাইরে বেরিয়ে আসে। ব্যাবসায়ীরাও তাদের মালপত্র গোটাতে শুরু করেন। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয় সেখানে।