এই মুহূর্তে জেলা

চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।

 

প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :-  প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা সুস্থ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি। প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে ‘সংসার সীমান্তে’, ‘রাজা’, ‘হারমোনিয়াম’, ‘প্রতিমা’, ‘দেবদাস’, ‘শেষ বিচার’, ‘স্বামী স্ত্রী’, ‘ন্যায় অন্যায়’, ‘মালঞ্চ’, ‘হেমন্তের পাখি’, ‘অগ্নিপথ’, ‘সপ্তসুর’ সহ বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বর্তমানে বহু বাংলা ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন তিনি।প্রসঙ্গত এই অভিনেতার কন্যা বিশিষ্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই বিশিষ্ট অভিনেতার প্রয়াণে বাংলা সিনেমা ও সিরিয়ালে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.