কোচবিহার, ১১ মার্চ :- রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর কোচবিহার জেলায় ২৭ হাজার ২৯৯ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ১২ হাজার ১০৯ জন ছাত্র ও ১৫ হাজার ১৯০ জন ছাত্রী রয়েছে। এবারও উচ্চমধ্যমিকের কাউন্সিলের হিসাব অনুযায়ী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। তবে গত বারের চেয়ে এবছর প্রায় এক হাজার পরীক্ষার্থী কম রয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যায়। গোটা জেলায় ১০১টি পরীক্ষা গ্রহন কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২৪ টি পরীক্ষা পরিচালন কেন্দ্র রয়েছে। মোবাইল ফোন সহ কোনরকম বৈদ্যুৎতিন যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এবছর টোকাটুকি ও মোবাইল ফোনের ক্ষেত্রে করা পদক্ষেপ গ্রহন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোচবিহার জেলা পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক মানস ভট্টাচার্য জানিয়েছে, কলম এক্সাম বোর্ড, এডমিট, জলের বোতল ছাড়া পরীক্ষার্থীরা আর অন্য কিছু নিয়ে ঢুকতে পারবে না। এক্ষেত্রে ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষিদ্ধ হল। পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের স্ক্যানের করে তল্লাশি করা হবে বলে জানিয়েছেন।