এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

 

দার্জিলিং,২৪ ফেব্রুয়ারি:-  সোমবার শিলিগুড়ির বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর শিক্ষা মন্ত্রী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কথা বলেন। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের কাছ জানতে চান যে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অভাব অভিযোগ সমস্যা রয়েছে কিনা। এরপর সাংবাদিকদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় বলেন যে মাধ্যমিক পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবে হচ্ছে। দুই-একটি পরীক্ষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে যারা এবং যেসব ছাত্রছাত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওই ছাত্র-ছাত্রী যাতে আগামী ৩ থেকে ৪ বছর পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে আশ্চর্য তথা রাজ্যপাল শোকজ করার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সব মিটে যাবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.