হুগলি,২৪ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় মৃত ছাত্র ঋষভের বাবা সন্তোষ সিং ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী ফোন করার সময় বাড়িতেই ছিলেন সন্তোষ সিং।সন্তোষ বাবু জানান ফোন করেই মুখ্যমন্ত্রী ঋষভের মর্মান্তিক মৃত্যুর কারনে দুখ:প্রকাশ করেন। তিনি বলেন নানা ব্যাবস্থার কারনে এর আগে তাকে ফোন করতে পারেনি মুখ্যমন্ত্রী। সমবেদনা জানিয়ে পরিবারের খোঁজ নেন, খোঁজ নেন সন্তোষ বাবুর বড় ছেলেরও। এরপর দুর্ঘটনার দিন ঘাতক পুলকারটি মাঝপথে চালক বদল সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আইন অনুযায়ী শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জমা করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আবারও তাকে মুখ্যমন্ত্রী ফোন করবেন বলে জানান। মুখমন্ত্রীর ফোন পেয়ে সভাবতই খুশি কাউন্সিলর সন্তোষ সিং, তিনি জানান ছেলেকে বাঁচানো গেলো না, তবুও ওনার জন্যই এত বড় মাপের চিকিৎসা সম্ভব হয়েছিল। তিনি সবসময় মায়ের ভুমিকা পালন করেছেন। রাজ্য সরকারকে ধন্দবাদ জানাই।