হুগলি,১৮ ফেব্রুয়ারি:- জগন্নাথ বাইন হিন্দমোটর উদয়ন পল্লীর বাসিন্দা তার একমাত্র ছেলে জ্যোতিষ্ক বাইন ১৪ বছর বয়সে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি সে রীতিমতো শরীরচর্চা করে যোগাসনে জেলা এবং রাজ্যস্তরে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। কোতরং ভুপেন্দ্র স্মৃতি স্কুলের ছাত্র, তার বাবা পেশায় দিনমজুর মা এবং এই চারজনকে নিয়ে তার সংসার সে ছোট থেকেই প্রতিভাবান তাই তার বাবা তার নিজের কাজকর্ম করে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে। ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করতে করতে ভর্তি হয় যোগাসনে তখন তার বয়স ছিল চার। এবছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য লাভ করার আশায় আছে তার পরিবার। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি তার নিয়মিত স্কুলে পাস করেই এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার এই পড়াশোনা এবং শরীর চর্চার জন্য দিদি মা এবং বাবা সকলেই তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, বহুবার জেলা ও রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়।এ বছর মার্চে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দিল্লি যাচ্ছে। তার সাফল্যের আশায় হিন্দমোটরের বাদিন্দারা।