এই মুহূর্তে জেলা

হিন্দমোটর হাইস্কুলের উদ্যোগে প্রভাতফেরি।

 

হুগলি,১৭ ফেব্রুয়ারি:-  হিন্দমোটর হাই স্কুলের উদ্যোগে রবিবার সকালে উত্তরপাড়া সিএ মাঠ থেকে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাতফেরি বের করা হয়েছিলো।মূলত সাধারণ মানুষ কে সচেতন করার জন্য এই প্রভাতফেরি।এই প্রভাতফেরি তে ডেঙ্গু,করোনা ভাইরাস থেকে দূরে থাকতে হবে কি ভাবে সেটাই নাট্য রূপে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন স্কুলের ছাত্র ছাত্রী রা।এছাড়া স্বাস্থ ভালো রাখতে কি কি করবেন সেটাও মানুষের সামনে তুলে ধরেন।ভালো পড়াশোনা করে ভালো ছাত্র হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকার মতাদর্শে চলতে হয় বলে জানান ছাত্র ছাত্রীরা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                              উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষকা মিতু চ্যাটার্জি।স্কুলের রেকটর সুদীপ্তা বসু বলেন আমরা আমাদের স্কুলের ছাত্র ছাত্রী দের বেটার পড়াশোনা দেওয়ার জন্য বদ্ধপরিকর।আমরা ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুর মতো মিশে শিক্ষা দিয়ে থাকি।এক ছাত্রীর অভিভাবক অসীম কর্মকার বলেন আমাদের এলাকার মধ্যে অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুলভালো পড়াশোনা দিয়ে থাকেন এই স্কুলের শিক্ষিকারা,উপস্থিত ছিলেন কানায়পুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব,উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলিপ যাদব,এছাড়া উত্তরপাড়া থানার পুলিশ প্রশাসন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.