অঞ্জন চট্টোপাধ্যায়,৪ ফেব্রুয়ারি:- শোকজ করা হলো কাসিম ও রালতে কে। গোটা মরসুমে বলার মতো পারফরমেন্স নেই ইস্টবেঙ্গল এর মিডফিল্ডার কাসিম ও রালতের। ওপরদিকে চোট নিয়ে টালবাহানা সে কারণে এই দুজন কে শোকজ করলো ইস্টবেঙ্গল এর বিনিয়োগকারী সংস্থা কোয়েস। এদিন তাঁদের চিঠি পাঠানো হয়। একই সঙ্গে এদিন সল্টলেকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা সল্টলেকে কোয়েস এর অফিস তাঁদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন নতুন কোচ মারিও। ইস্টবেঙ্গল এর প্রাক্তন তারকা চন্দন দাস ও বৈঠক এ ছিলেন । তাকেও জুড়ে দেওয়া হবে দলের সঙ্গে তবে তার দায়িত্ব এখনো স্পষ্ট করেননি লালহলুদ কর্তারা।
Related Articles
আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো বেলুড় থানার উদ্যোগে।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকীর দিন বেলুড় থানার উদ্যোগে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে মোট তিনটি ম্যাচের আয়োজন করা হয়। এদিন দুপুর ১২টায় ডন বস্কো স্কুল এবং অগ্রসেন বয়েজ স্কুলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণকারী একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টেয় প্রাক্তন কাউন্সিলর, সাংবাদিক এবং বেলুড় পুলিশ দলের মধ্যে “সৌহার্দ্য” […]
হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।
হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ […]
এবার কোন্নগরে প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পরলো।
হুগলি , ১৫ জুন:- রাজীব ব্যানার্জির পর প্রবীর ঘোষাল, তাকে তৃনমুলে না নেবার জন্য পোস্টার পরলো কোন্নগরে। পোস্টারে কোন্নগর বাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মধুচক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃনুমুলে নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালবেলায় কোন্নগরে বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেলে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। ভোটের ঠিক আগেই বিজেপির পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে তৃনমুল […]