এই মুহূর্তে রাজ্য

সি এ এ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে উত্তাল সংসদ।

নয়াদিল্লী,৩১ জানুয়ারি:- বাজেট অধিবেশনের সূচনার প্রথমদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যের বিরোধিতায় সরব বিরোধীরা। বাবুর স্বপ্ন পূরণ করতেসি এ এবিল পাস করানো হয়েছে। রাষ্টপতির এই ভাষণে একদিকে শাসক বিজেপির প্রশংসার হাততালিতে ফেটে পড়েছে সংসদ অপরদিকে সেম সেম ধ্বনিতে চরম বিরোধিতা করেছে সংসদের উভয় কক্ষের বিরোধী দল গুলিও।এই তিন রাষ্ট্রপতি সি এ এ বিলের প্রশংসা করে বলেন, “জাতির জনক মহাত্মা গান্ধী দেশভাগের পর বলেছিলেন পাকিস্তান বা বাংলাদেশের হিন্দু ,শিখ ,জৈন বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যদি ভারতে এসে আশ্রয় প্রার্থনা করে তবে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                     আমাদের জাতির জনকের সেই ইচ্ছাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আমি তৃপ্ত যে বা পর সেই ইচ্ছা কে বাস্তবায়নের জন্য সংসদের উভয় কক্ষের সাংসদরা নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছেন ।”এরই সঙ্গে তিনি মোদি সরকারের প্রশংসাও করেছেন। কাশ্মীর ও লাদাখ নিয়ে সংসদের সিদ্ধান্ত অন্যতম বলে মনে করেন তিনি।এই দুই অঞ্চলের মানুষকে অভিনন্দন তিনি জানাতে চান বলে জানিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.