এই মুহূর্তে জেলা

সামনেই সরস্বতী পূজো মুর্তির দাম বাড়লেও, ফলের বাজার নিয়ন্ত্রণে।

 

হুগলি,২৮ জানুয়ারি:- মাঝে আর মাত্র একটি দিন বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বঙ্গবাসী।তাই মুর্তি নিয়ে ইতিমধ্যেই বসে পরেছেন পটুয়ারা।গত বারের তুলনায় এবারে মায়ের মুর্তির কিছুটা দাম বেরেছে। ছোট ছোট ছাঁচের মুর্তিতে এক লাফে ৪০ থেকে ৫০ টাকা বেরেছে, মুর্তি কিনতে আসা ক্রেতারা দামাদামি করলেও কিছুটা কম করলেও একপ্রকার বাধ্য হয়েই বারতি দামে নিতে হচ্ছে বাগদেবীকে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                     এক মুর্তি বিক্রেতার কথায় জি এস টি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাধ্য হয়েই মুর্তির দাম বাড়াতে হয়েছে। এদিকে ক্রেতাদের কথায় দাম বাড়লেও কিছু করার নেই, পুজো তো করতেই হবে। তবে মুর্তি দাম বাড়লেও কিছুটা স্বস্তির নিশ্বাস ফলেতে। গতবারের তুলনায় এবারে ফলের দাম অনেকটাই কম।যেমন আগে আপেল ছিল ১২০ টাকা কেজি এখন হয়েছে ৮০ টাকা, বেদানা এখন দাম ৭০ থেকে ৮০ টাকা, সসা এখন ২০ থেকে ৩০ টাকা কেজি, পেয়ারাও এখন ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সুতরাং মুর্তিতে বারতি টাকা দিকেও ফলেতে মুখে হাসি ক্রেতাদের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.