কলকাতা,২৮ জানুয়ারি:– আজ গান্ধী মূর্তির পাদদেশে নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জি তথা এনআরসি-র বিরুদ্ধে ছবি আঁকলেন শিল্পীরা । সেই অনুষ্ঠানে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ছবি আঁকতে দেখা গেলো মমতাকে। এদিন মমতার সঙ্গেই ছবি আঁকতে দেখা যায় শিল্পী শুভাপ্রসন্ন ও শিল্পী তথা রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরীকে। ছবি আঁকার পর মমতা বলেন, “প্রাণের টানে, রঙের টানে, তুলির টানে প্রতিবাদ করতে এসেছি। আমাদের সবার একটাই কথা, মানুষে মানুষে বিভাজন করার আইন চলবে না। নো ক্যা, নো এনআরসি, নো এনপিআর।” তিনি আরও বলেন, “বিভিন্ন ভাবে এই আন্দোলন জারি রাখতে হবে। কখন ও মিছিল, কখনও মিটিং, কখনও গান আবার কখনও ছবি এঁকে।