হাওড়া,১৯ জানুয়ারি:- মারণ রোগ ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রবিবার সকালে হাওড়ায় এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। হাওড়ার শিবপুর বি.ই কলেজ ( আইআইইএসটি ) ১ নং গেট থেকে দানেশ শেখ লেন বাসস্ট্যান্ড সংলগ্ন দিনান্ত আসর ময়দান পর্যন্ত কয়েক কিমি. ব্যাপী এই সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকালে এই পদযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন এর উদ্যোগে ও সল্টলেকের অ্যাপেলো হাসপাতালের ক্যান্সার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের এর সহায়তায় হাওড়ার নাগরিকদের জন্য এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন বিভিন্ন সমাজসেবী সংগঠনের তরফ থেকেও প্রতিনিধিরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। বিগত ২০১৫ সাল থেকে অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন অনেক দুস্থ ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা করেছেন। এছাড়া ফাউন্ডেশন এর উদ্যোগে রক্তদান শিবির, ক্যান্সার সচেতনতা শিবির, স্বাস্থ্য শিবির, ক্যান্সার নির্ণয় শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত কয়েক বছরে। এদিনের পদযাত্রায় ফাউন্ডেশনের সভানেত্রী নন্দিতা চৌধুরী, সাধারণ সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।