দ:২৪পরগনা,১৩ জানুয়ারি:- সাগরে কোনরকম বিপদ না ঘটে সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একদিকে যেমন সিভিল ডিফেন্সের কর্মীদের নিযুক্ত করা হয়েছে তেমনি প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে সমুদ্রতটে। এর পাশাপাশি সমুদ্রে সর্বদা এন ডি আর এফ ও নৌসেনা টহলদারি চালাচ্ছে যাতে সমুদ্র স্নানে নেমে পুন্যারথিরা বিপদের মধ্যে না পড়েন। । মাইকে প্রচার চলছে প্রতিনিয়ত। এছাড়া ও নদীতে স্পীড বোটে টহলদারি চালানো হচ্ছে”।
সমস্ত গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে দুর্ঘটনা এড়াতে। এছাড়া প্রতিনিয়ত গঙ্গাসাগরের সমুদ্রতটে নজরদারি চালাচ্ছে প্রশাসন। স্পীড বোটে করে সমুদ্রে নজরদারির পাশাপাশি সমুদ্রের বেশ কিছুটা এলাকা হলুদ বেলুন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে ঐ সীমা লঙ্ঘন করে কেউ গভীর সমুদ্রে যাতে যেতে না পারে সেদিকেও চলছে নজরদারি।








