এই মুহূর্তে জেলা

হাওড়া বইমেলার উদ্বোধন হল। মেলাকে প্লাস্টিকমুক্ত করতে বিশেষ উদ্যোগ।

 

হাওড়া,১৩ জানুয়ারি:- ৩১তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হল। সোমবার বিকেলে ব্যাঁটরা নটবর পাল রোডের এইচআইটি মেলা প্রাঙ্গনে ( ব্যাঁটরা সম্মিলনী মাঠ, চ্যাটার্জিপাড়া ) বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে সাতদিন আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এবার হাওড়া জেলা বইমেলাকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলার মূল থিম ‘ভালবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব’। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পৃষ্ঠপোষকতায় হাওড়া জেলা বইমেলায় কলকাতার বিভিন্ন নামী প্রকাশনার নতুন বই-এর সম্ভার ছাড়াও জেলার নতুন নতুন লেখকের বইয়ের আত্মপ্রকাশ ঘটেছে। মেলার ৭০টি স্টল রয়েছে। স্থানীয় গ্রন্থাগার কৃত্যক, হাওড়ার উদ্যোগে আয়োজিত হাওড়া জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                         বিশেষ সম্মানীয় অতিথি হিসাবে ছিলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক নলিনী বেরা। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক প্রভাস কুমার উকিল, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, গৌতম দত্ত, জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এবার বইমেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।এদিন বইমেলার সূচনা করে মন্ত্রী অরূপ রায় বলেন, “বই আমাদের সকলের। আমাদের অক্ষরজ্ঞান শুরু হয় বইয়ের মাধ্যমে। ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবন বইয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক। ছোটবেলা থেকেই আমরা গ্রন্থাগারে যেতাম। সেখানে নতুন বই পড়তাম।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                       কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও আজকে ইন্টারনেট ওয়েবসাইটের যুগে বই পড়ার প্রবণতা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বই পড়ার আকর্ষণ তৈরি হোক এই আবেদন রাখব।” মেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে এবারের বইমেলা পরিবেশ বান্ধব বইমেলা হিসাবে রূপ দিতে বইমেলাকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.