এই মুহূর্তে জেলা

৩০ তম রিষড়া মেলায খবর সোজাসাপটার সাথে একান্তে প্রখ্যাত সংঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার।

 

অর্ণব বিশ্বাস,১২ জানুয়ারি:- এই ধরিত্রী থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, এখানেই হেমন্ত মুখোপাধ্যায়,পন্ডিত অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তীদের জন্ম। এখানে বড় বড় কলাকারদের জন্ম। এখানে সবধরনের সাংস্কৃতিক মানুষরা আসলে আলাদা অনুভূতি দেয়। আজ ৩০ তম রিষড়া মেলায় এসে সাম্প্রতিককালের বাংলা সিনেমার জনপ্রিয় গান “গুটি গুটি পায়ে”- র গায়িকা মহালক্ষ্মী আইয়ার খবর সোজাসাপটাকে এক একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বলার পাশাপাশি তিনি তাঁর বাংলার প্রিয় খাবার মিষ্টি দই বলেও জানালেন।তার সুরেলা কণ্ঠ আপামর রিষড়ায় শ্রোতাদের যে মুগ্ধ করেছে তা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে মঞ্চে কিছুক্ষন গলা মেলান সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুবীর ঘোষ , পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ,উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান, কাউন্সিলর মনোজ গোস্বামি , শুভজিৎ সরকার , শীতল ঘটক , সহ অন্যান্য কাউন্সিলার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.