সোজাসাপটা ডেস্ক,১১ জানুয়ারি:- দমদম বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রথমেই যান রাজ্যপাল জগদীপ ধনকর।রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর পর একে একে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলির সদস্য রাহুল সিনহা, সাংসদ অরৃজুন সিং, মুকুল রায়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। দমদম থেকে হেলিকপ্টারে রেসকোর্স ও সেখান থেকে সড়কপথে ৪টা ২০ মিনিটে রাজভবনের পৌঁছে যান প্রধানমন্ত্রী। রাজভবনে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় নেমে প্রথম বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে বিকেল ৪টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়। ৩০ মিনিট এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রয়োজনীয় দাবি-দাওয়া নিয়ে দরবার করেছেন বলেই জানা সূত্র মারফত জানা গিয়েছে। দু’দিনের সফরে কলকাতায় এসে বেলুড় মঠে এলেন মোদী। শনিবার রাত ৮-২৫ মিনিট নাগাদ হাওড়ার বেলুড় মঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঠের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন বেলুড় মঠে আসার আগে তিনি মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া সেতুর লাইট অ্যান্ড সাউন্ড বা আলোকধ্বনি প্রকল্পের সূচনা করেন। সেখান থেকে তিনি নদীপথে বেলুড়ে আসেন। জানা গেছে, মঠের আন্তর্জাতিক অতিথি নিবাসে নিশ্ছিদ্র নিরাপত্তায় এদিন মোদীর রাত্রিযাপনের বন্দোবস্ত করা হয়েছে। রাতের আহারও মঠেই সারবেন তিনি। শনিবার রাতে কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে জলপথে গঙ্গাবক্ষে বেলুড় মঠের জেটিতে পৌঁছান নরেন্দ্র মোদী। এদিন জেটিতে নামতেই তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজরা। এরপর রামকৃষ্ণদেবের মূল মন্দিরে গিয়ে প্রণাম করে অধ্যক্ষ মহারাজ স্বামী স্মরণানন্দ মহারাজের কাছে গিয়ে আর্শীবাদ নেন মোদী। তারপর রাত ৯টা নাগাদ অতিথি নিবাসে গিয়ে ওঠেন তিনি। রাতে প্রসাদী ফল ও মিষ্টি গ্রহণ করেন। মঠ সূত্রের খবর, রবিবার ভোরে মূল মন্দিরে মঙ্গলারতিতে যোগ দেবেন তিনি। এরপর বিবেকানন্দের আবাসগৃহে গিয়ে ধ্যানে বসবেন। তারপর প্রাতঃভ্রমন সেরে তিনি গেস্ট হাউসে ফিরে যাবেন। এরপর প্রেসিডেণ্ট মহারাজের কাছে গিয়ে তাকে প্রণাম করে বেলুড় মঠের মূল মঞ্চ থেকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুবক-যুবতীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবার মোদীর বেলুড় মঠ সফরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার খুঁটিনাটি সবটাই এবার নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সফরে মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসপিজি। প্রধানমন্ত্রী কোন পথে আসবেন বা বেলুড় মঠে কতক্ষণ থাকবেন তার পুরোটাই এসপিজির পরিকল্পনা ও নির্দেশ অনুসারেই হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী বেলুড় মঠে থাকাকালীন কোনও দর্শনার্থীকে মঠের ভিতরে থাকার অনুমতি দেওয়া তো হবেই না, এমনকি সাংবাদিকদেরও মঠ চত্ত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এদিন। প্রধানমন্ত্রী জলপথে আসার সূচী থাকায় বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর ও বরাহনগর, কুঠিঘাটের মধ্যে চলাচলকারী লঞ্চ পরিষেবাও নিয়ন্ত্রিত করা হচ্ছে। বেলুড় মঠের জেটিতে যাওয়ার রাস্তায় থাকা খাবার ও অন্যান্য জিনিসের স্টলের মালিকদেরও শনিবার সন্ধ্যার আগেই দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী ফিরতি পথে যদি সড়ক পথে ফেরেন সেক্ষেত্রেও মঠের কাছে দুদিকে প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে ৫ ফুট উঁচু খুঁটি দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে। জিটি রোড থেকে সোজা বেলুড়মঠ যাওয়ার রাস্তাতেও দেওয়া হয়েছে ব্যারিকেড। মঠের প্রধান প্রবেশদ্বারের বাইরে ও জি টি রোডে নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশ ও রাজ্য পুলিশের কর্মী আধিকারিকরা থাকবেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তার দায়িত্বে যেমন রয়েছে এসপিজি, এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জলপথেও বাড়তি নজরদারি রাখা হয়েছে।Related Articles
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি
হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলার কোতরং ২ নম্বর কলোনী বাজার এলাকায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন সকালে দেখা যায় ২ নম্বর কলোনী বাজার এলাকা সহ ধাসরা পেট্রোল পাম্প এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা ও অমিত […]
পুলিশি অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার নদীয়ার শান্তিপুরে
নদীয়া, ২৩মে:- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি […]
মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় মুখ্য সচিবের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন।
কলকাতা , ১৩ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর দেয়া রিপোর্টে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। ফের নতুন রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে দিতে বলেছে কমিশন। সূত্রে জানা গেছে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে বলা হয়েছিল গাড়ির দরজার চাপ লেগেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। সে সময় ওই স্থানে বিপুল ভিড় ছিল বলে […]