হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের মূলধন। যারা দলের স্বার্থে লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সঠিক মূল্যায়ন হবে। নতুনদের গুরুত্ব দিন। তবে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলতে হবে।” তিনি আরও বলেন,
“আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দলের প্রতিটি কর্মী আজকের দিনটি নিজের এলাকায় পালন করছেন। দলের প্রতিষ্ঠা দিবস নাগরিক দিবস হিসাবে আমরা পালন করছি। আমাদের বিরুদ্ধে অনেক অত্যাচার, অনেক কুৎসা হয়েছে। তা সত্বেও আমাদের প্রতিটি কর্মীকে অনেক শান্ত সংযত থাকতে হবে। আগামী দিন নির্বাচন। আমরা কেউ ঠান্ডা ঘরে বসে নেই। আমরা রাস্তায় নেমে লড়াই করতে প্রস্তুত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন আমাদের এগিয়ে চলতে হবে।” এদিন দলের অনুষ্ঠান মঞ্চ থেকে অরূপ রায় সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সিএএ এবং এনআরসি লাগু করার চক্রান্ত চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকতে কেউ একটা মানুষকেও বিতাড়িত করতে পারবে না। কেউ ভয় পাবেন না।” এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়ায় সদর কার্য্যালয়ের সামনে দলের ২৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলের পতাকা উত্তোলন করেন অরূপ রায়। দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আবদুল গনি, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য, বিভাস হাজরা, ভাস্কর ভট্টাচার্য, কল্যাণ ঘোষ, বাণী সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।Related Articles
এবার প্রেসিডেন্সি সংশোধনাগারকেও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- আলিপুরের মতো এবার প্রেসিডেন্সি সংশোধনাগার ও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আলিপুর সেন্ট্রাল জেল ইতিমধ্যেই আলিপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। একইভাবে প্রেসিডেন্সি জেলও সেখানেই সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।পাশাপাশি আলিপুরের মহিলা সংশোধনগারও সরানোর কথা ভাবা হচ্ছে। নবান্ন সূত্রের খবর ওই তিন সংশোধনাগার ও তার সংলগ্ন […]
ভাটপাড়া থানার ঢিল ছোড়া দূরত্বে যুবক খুন , এলাকায় তীব্র উত্তেজনা
ব্যারাকপুর , ২৩ এপ্রিল:- ভাটপাড়া থানার ঢিল ছোড়া দূরত্বে সেন্ট্রাল স্কুলের সামনে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবককে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত যুবকের নাম রাজা চৌধুরী (১৭)। পরশি ও মৃতর পরিবারের অভিযোগ,ওই দিন রাতে দুজন দুষ্কৃতী আচমকা বাইকে চেপে এসে রাজার পথ আটকায়। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন ওই সময় একজন পিছন দিক […]
আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব।
হাওড়া, ৬ আগস্ট:- আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব। আমতা বিধানসভা কেন্দ্রের কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ভাটোরা ঘোড়াবেরিয়া চিৎনান গ্রামের প্রায় ৪০ হাজারের অধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভুটভুটি নৌকাই এখন একমাত্র তাদের পারাপারের ভরসা। শনিবার সকালে সেখানকার দুরাবস্থা, সরেজমিনে পরিদর্শন করতে যান আমতা কেন্দ্রের প্রাক্তন […]








