হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের মূলধন। যারা দলের স্বার্থে লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সঠিক মূল্যায়ন হবে। নতুনদের গুরুত্ব দিন। তবে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলতে হবে।” তিনি আরও বলেন,
“আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দলের প্রতিটি কর্মী আজকের দিনটি নিজের এলাকায় পালন করছেন। দলের প্রতিষ্ঠা দিবস নাগরিক দিবস হিসাবে আমরা পালন করছি। আমাদের বিরুদ্ধে অনেক অত্যাচার, অনেক কুৎসা হয়েছে। তা সত্বেও আমাদের প্রতিটি কর্মীকে অনেক শান্ত সংযত থাকতে হবে। আগামী দিন নির্বাচন। আমরা কেউ ঠান্ডা ঘরে বসে নেই। আমরা রাস্তায় নেমে লড়াই করতে প্রস্তুত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন আমাদের এগিয়ে চলতে হবে।” এদিন দলের অনুষ্ঠান মঞ্চ থেকে অরূপ রায় সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সিএএ এবং এনআরসি লাগু করার চক্রান্ত চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকতে কেউ একটা মানুষকেও বিতাড়িত করতে পারবে না। কেউ ভয় পাবেন না।” এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়ায় সদর কার্য্যালয়ের সামনে দলের ২৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলের পতাকা উত্তোলন করেন অরূপ রায়। দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আবদুল গনি, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য, বিভাস হাজরা, ভাস্কর ভট্টাচার্য, কল্যাণ ঘোষ, বাণী সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।Related Articles
ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের নেহা।
হুগলি, ৪ আগস্ট:- থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাগ। মঙ্গলবার বিকালে কামারকুন্ডু স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে নেহা কে। কৃষক পরিবারের মেয়ে নেহা চার বছর বয়স থেকে যোগাসন শুরু করে। এরপর জাতীয় স্তর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে নেহা। বাবা অমর বাগ […]
এবার শ্রীরামপুরে সব বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।
হুগলি,২২ এপ্রিল:- দিন যত এগোচ্ছে পশ্চিমবঙ্গে ততই থাবা বসাচ্ছে করোনা।আর তাতেই ঘুম কেড়েছে প্রশাসনের। করোনাকে বাগে আনতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। লকডাউন চলছে অনেক দিনই হয়ে গেলো, কিন্তু সেই লকডাউনকে উপেক্ষা করে কোন বিশেষ কারন ছাড়াই বহু মানুষকে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। সোশ্যাল ডিসটেন্সকে থোড়াই কেয়ার করে রিতিমত বাজার করার হিড়িকে […]
আমি যা করি তাই মিম হয়- রচনা।
হুগলি, ২০ এপ্রিল:- আমি যাই করি তাই মিম হয়, আমি সব সময় হাসি সেটাও সাঙ্ঘাতিক একটা মিমের কারন,রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নারছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। সবেতেই, আমি যা করব তাই মিমস। আজ বলাগড়ে প্রচারে বেরিয়ে বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা জানান, একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না […]